খ্রীষ্টিয়ান জীবন আবিস্কার করুন

আপনার নূতন জীবন

যে মুহূর্তে আপনি যীশু খ্রীষ্টকে আপনার পরিত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেছেন, তখন থেকেই আপনার নূতন জীবন শুরু হয়েছে। তিনিই জীবনদানকারী- যে জীবন বিস্ময়কর, উন্নত, আনন্দময় এবং কোনদিন শেষ হয় না। এই কোর্সে নূতন জীবনে সম্বন্ধে ব্যাখা দেয়া হয়েছে।

আপনার বাইবেল

“তোমার বাক্য আমার চরণের প্রদীপ এবং আমার পথের আলোক”, অনেক বছর আগে রাজা দায়ূদ একথা বলেছিলেন। আপনার অবস্থা কি বা আপনাকে কি সিদ্ধান্ত নিতে হবে সেটি বড় বিষয় না, কিন্তু রাজা দায়ূদের মত আপনারও একই নিশ্চয়তা থাকতে পারে। জুডি বারটেল লিখিত এই ১০৭ পৃষ্ঠার কোর্স যা লুইস জেটার ওয়াকারের মূল কোর্স থেকে নেয়া হয়েছে, আপনাকে বাইবেলের সাথে পরিচয় করিয়ে দেবে এবং আমরা যখন ঈশ্বরের কাছে কিছু জিজ্ঞাসা করি তখন তিনি কিভাবে আমাদের সাহায্য করেন এবং আমাদের পরিস্থিতি পর্যবেক্ষন করেন সেসব বিষয় বুঝতে সাহায্য করবে।

যীশু খ্রীষ্ট কে

যীশুর বিষয়ে শিক্ষা এবং তাকে যাচাই করার জন্য পবিত্র বাইবেল রয়েছে।এই কোর্সটি লিখেছেন এলটন জি,হিল এবং সংকলন করেছেন লুইস, জেটার ওয়াকার, যীশু খ্রীষ্টের জন্মের শুরু থেকেই স্পষ্টভাবে তাঁর জীবন সম্বন্ধে তিনি যে দ্বিতীয়বার আবার আসবেন সে সম্বন্ধে ভাববাণী করেছিলেন। এই কোর্সের শেষ দিকে পাঠকদের জন্য ব্যক্তিগতভাবে যীশুর সাথে সম্মুখীন হবার আমন্ত্রণ রয়েছে।

মন্ডলী

এই কোর্সে শুধু মন্ডলীর বর্ণনাই দেয়া নেই, এতে আরো দেয়া আছে খ্রীষ্টের দেহের প্রতিটি সদস্য কিভাবে তাদের শিক্ষা বার বার অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রয়োজনীয় করে তুলতে পারে। ডোনাল্ড স্মিটন লিখিত ১১০ পৃষ্ঠার এই কোর্স, মন্ডলীতে নিজেদের অবস্থান সম্পর্কে বিশ্বাসীদের একটি ভাল ধারণা পেতে সাহায্য করবে এবং খ্রীষ্টের দেহের অপরিহার্য অংশ হিসেবে কিভাবে তাদের সম্ভাবনাসমূহ পূর্ণ করতে তা বুঝতে সাহায্য করবে।

ব্যক্তিগত সুসমাচার প্রচার

মানুষের কাছে সুসমাচার নিয়ে যাওয়ার ব্যাপারে যীশু হলেন আমাদের আদর্শ এবং তিনি চান যেখানেই আমরা যাই, আমরা যেন লোকদের সুসমাচার জানাই। জিন ব্যাপ্টিস্টি সোয়াডোগো লিখিত এই ১৪৪ পৃষ্ঠার কোর্স, পাঠকদের সুসমাচার প্রচারের সত্যিকার ধরণ বৃঝতে সাহায্য করবে। এই কোর্সে উল্লিখিত নিয়মগুলো জানলে বিশ্বাসীরা আরও শক্তিশালীভাবে, যুক্তি সহকারে এবং সুষ্পষ্টভাবে তাদের চারপাশের লোকদের কাছে খ্রীষ্টের কথা প্রচার করতে পারবে।

বাইবেলের নীতি শাস্ত্র

খ্রীষ্টিয়ান বলে আমরা যে সব কাজ করতে পারি না অনেক সময় আমাদের মনে সেগুলি করবার চিন্তা আসে। কিন্তু ধার্মিক জীবন যাপনের উদ্দেশ্য সম্পর্কে যীশু বলেছেন, “আমি পবিত্র বলে তোমরাও পবিত্র হও” এই কোর্সের ২৩৯ পৃষ্ঠা সম্বলিত জন এবং সারা মাইলস তারা কিছু নিয়ম বিশ্লেষণ করেছেন যা কিনা বিশ্বাসীদেরকে স্বতস্ফূর্ত ভাবে ঈশ্বরের সেবা এবং তিনি যেমন পবিত্র বিশ্বাসীরা ও যেন সেরকম পবিত্র হতে পারেন।

যখন আপনি প্রার্থনা করেন

যখন ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের মধ্যে এমন কিছু দিয়েছেন যা আমাদেরকে তার কাছে পৌছে দেয়। আমরা অনুভব করি যে আমাদের সমস্যার সমাধান, সুরক্ষা এবং বিভিন্ন চাহিদা মেটানোর জন্য আমাদের শক্তির চেয়ে বড় কোন শক্তি প্রয়োজন। প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের সান্নিধ্যে পৌছাই এবং তিনি আমাদের সাহায্য করেন। জে. রবার্ট অ্যাশক্রফট-এর এই ১০০ পৃষ্ঠার কোর্সে দেখানো হয়েছে কিভাবে আমরা প্রার্থনার উত্তর পেতে পারি এবং প্রার্থনা ও ঈশ্বরের আরাধনার মাধ্যমে কিভাবে আমাদের চাহিদা মেটাতে পারি।

কিভাবে বাইবেল পাঠ করতে হয়।

একবার যদি আমরা আমাদের জীবনে ঈশ্বরের পরিকল্পনা অনুসরণ করার সিদ্ধান্ত নেই, তাহলে আমরা যে শুধু আমাদের জীবনে খ্রীষ্টের আদর্শ ও চরিত্র প্রতিষ্ঠিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, তাই না, কিন্তু খ্রীষ্টের ভালবাসা অন্যদের ভাগাভাগি করতেও প্রতিজ্ঞাবদ্ধ যেন তাদের জীবনও পরিবর্তিত হয়। বাইবেল পড়ার সময় আমরা যদি পবিত্র-আত্মার প্রতি সাড়া দেই তাহলেই আমরা ভালভাবে আমাদের আমাদের দায়িত্ব পালন করতে পারব। টমাস মাফরি লিখিত এই ১৩২ পৃষ্ঠার কোর্সে, যারা বাইবেল পাঠ করতে আগ্রহী তাদের জন্য প্রয়োজনীয় অনেক পরামর্শ দেয়া হয়েছে।

আপনার সাহায্যকারী বন্ধু

সবারই বন্ধুর প্রয়োজন হয় এবং যেসব বন্ধু বিপদের সময় পাশে থাকে সবাই যেসব বিশেষ বন্ধুদের মূল্যায়ন করে। পবিত্র-আত্মায় আমাদের প্রত্যেকেরই একজন বিশেষ বন্ধু আছে, এবং লুইস জেটার ওয়াকার লিখিত ১৪৪ পৃষ্ঠার এই কোর্সে সেই বিশেষ বন্ধুর কথা বলা হয়েছে। এই কোর্স পাঠ করার পর অনেক শিক্ষার্থী পবিত্র-আত্মায় পরিপূর্ণ হয়েছে।

খ্রীষ্টিয় আরাধনা

আপনার খ্রীষ্টিয় জীবন যত বৃদ্ধি পাবে, প্রভুর আরাধনা করার ইচ্ছাও তত বৃদ্ধি পাবে- এবং এই ইচ্ছা অবশ্যই পূরণ করতে হবে। ঈশ্বরও তাঁর সন্তানদের সাথে সহভাগিতায় মিলিত হওয়ার জণ্য অপেক্ষা করেন। জুডি বারটেল লিখিত এই ১১৮ পৃষ্ঠার কোর্স, যারা আরাধনার প্রয়োজনীয়তা ও উপকারিতা সন্নিবিষ্ট করে ব্যক্তিগত প্রার্থনার সাথে সঙ্গতি রাখতে চান তাদের সাহায্য করবে। এছাড়া এতে কিছু পরামর্শ দেয়া আছে যা দলীয় আরাধনার ক্ষেত্রে উপকারী ভূমিকা পালন করবে।

খ্রীষ্টিয় কার্যকারী

আপনি জানতে পারেন কিভাবে ঈশ্বরের নকশা অনুযায়ী নিজেকে খ্রীষ্টের দেহের অংশ হিসেবে গড়ে তুলতে পারেন এবং মন্ডলীতে ঈশ্বরের সেবা করার জন্য কিভাবে তিনি আপনাকে প্রস্তুত করবেন। ম্যারিয়ন ব্র্যান্ডট লিখিত এই ১১৯ পৃষ্ঠার কোর্সের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে ঈশ্বর মন্ডলী প্রতিষ্ঠা করেন এবং তাঁর নকশা অনুযায়ী কিভাবে তিনি মানুষকে খ্রীষ্টের দেহের সদস্য তৈরি করেন। এছাড়া মন্ডলীর সম্প্রসারণে কিভাবে প্রত্যেক ব্যক্তি নিজস্ব তালন্ত ব্যবহার করতে পারে তার ব্যবহারিক পরামর্শ দেয়া হয়েছে। এই পাঠ আপনাকে আরও বুঝতে সাহায্য করবে কিভাবে স্থানীয় মন্ডলীর নেতাদের সাথে কাজ করতে হয় এবং যাদের সাহায্যের প্রয়োজন কিভাবে বিশ্বাসীরা তাদের পরিচর্যা করতে পারেন।

বিবাহ ও পরিবার

নব দম্পতিরা তাদের পরিবারকে সুখের করার জন্য সময়োপযোগী নীতি এতে খুজেঁ পায়। ১৬০পৃষ্ঠায় বিশিষ্ট কোর্সটি রেক্স জ্যাকসন, পিতা-মাতা ও সন্তান-সন্ততিরা একটি ভাল পারিবারিক সম্পর্ক গঠনের মৌলিক নীতিগুলো যতবেশী শিক্ষা করে, ততবেশী তারা একে অপরকে উপলব্ধি করতে পারে। বিবাহ স্থাপিত হয়েছে ঈশ্বরের দ্বারা এবং পরিবার গঠিত একটি সীমাবদ্ধ সমাজের মধ্যে।একটি শক্তিশালী পরিবার না হলে একটি মন্ডলী এক হতে পারে না যা কিনা আশা করে থাকেন। এই কোর্সটি বিবাহের এবং পরিবারে সকল দিক তুলে ধরেছে কিভাবে একটি শক্তিশালী পরিবার গঠন করা যায়, যা কিনা একটি মন্ডলীর মত।

ঈশ্বরের পরিকল্পনা- আপনার পছন্দ

আপনার জীবনের জন্য ঈশ্বরের একটি পরিকল্পনা রয়েছে, কিন্তু তিনি আপনাকে সুযোগ দেন, আপনি তাঁর পরিকল্পনা অনুসরণ করেন কি করেন না। লোয়েল হারাপ লিখিত ১৫৫ পৃষ্ঠার এই কোর্সে, আপনার জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনার এবং যদি আপনি তার পরিকল্পনা অনুসরণ করেন তাহলে কি কি উপায়ে তিনি আপনাকে সাহায্য করবেন সে বিষয়ে আরও ভালভাবে জানতে পারবেন। ঈশ্বরের পরিকল্পনা এবং আমাদের পছন্দ সম্পর্কে ধারণা থাকলে, একজন মানুষ যখন কোন সিদ্বান্তের মুখোমুখি হয় তখন তার জন্য সুবিধা হয়। কারণ প্রতিদিন মানুষকে বিভিন্ন সিদ্বান্ত নিতে হয়।

যোহনের সুসমাচার

এই কোর্সে যোহন লিখিত সুসমাচারের ধরণ অনুসরণ করা হয়েছে এবং ব্যক্তি যীশুর উপর গুরুত্বারোপ করা হয়েছে। এতে খুব ঘনিষ্ঠভাবে যীশুর জীবনের অনেক ঘটনা, তাঁর শিক্ষা, এবং কিছু বিষয় যা অন্যান্য সুসমাচারে পাওয়া যায় না সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। রেক্স জ্যাকসন লিখিত এই ১৮৪ পৃষ্ঠার কোর্সটির অধ্যায়ের পর অধ্যায় পাঠের মাধ্যমে পাঠকরা যোহন লিখিত সুসমাচার সম্পর্কে জানতে পারবে, যেখানে খ্রীষ্টের জীবনকে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে; যা তাঁর পরিচর্যার সময় শিষ্যরা কাছ থেকে দেখেছিল।

আমরা বিশ্বাস করি

এই পাঠে বাইবেলের প্রধান প্রধান মতবাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং যেসব বিষয় প্রত্যেক খ্রীষ্টিয়ানদের জানা প্রয়োজন, যা ঈশ্বরের প্রকৃতি এবং যীশুর চরিত্র এবং বিশ্বাসীদের জীবন দ্বারা দেখা যায়, সেসব বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে। জুডি বারটেল লিখিত এই ১৭০ পৃষ্ঠার কোর্সে পবিত্র বাক্যের ১৬টি অধিকতর গুরুত্বপূর্ণ সত্য সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং বর্তমানের খ্রীষ্টিয়ানদের জন্য সেগুলোর গুরুত্ব তুলে ধরা হয়েছে। বাইবেল পাপ, পরিত্রাণ, পবিত্র-আত্মা এবং ভবিষ্যত সম্পর্কে কি বলে তা জানার মাধ্যমে খ্রীষ্টিয় পরিপক্বতা বৃদ্বি পাবে।

মন্ডলীর কাজ কি

মন্ডলীর উদ্দেশ্য কি এবং মানুষ কেন মন্ডলীতে যায়? বাপ্তাইজিত হওয়ার অর্থ কি? কেন বিশ্বাসীদের প্রভুর ভোজ নিতে হয়? সন্তান উৎসর্গ করার কথা কি বাইবেলে লেখা আছে? রবার্ট এবং ইভিলিন বোল্টন লিখিত ১৫৪ পৃষ্ঠার এই কোর্সে, উপরোক্ত প্রশ্নগুলোর (যেগুলো মানুষ মন্ডলী সম্পর্কে বেশিরভাগ সময় করে থাকে) উত্তর দেয়া আছে। নতুন কনভার্ট হওয়া তিমথী এবং তার বাগদত্তা মেরি, মন্ডলী কি করে এবং কেন করে সেসব বিষয় সারা বইয়ে বাইবেলের ভিত্তিতে ব্যাখা করেছেন।

শিক্ষা দেওয়ার পরিচর্যা

শিক্ষা দেওয়া হল জলের মধ্যে ঢিল ছোড়ার মত। আমরা যখন একজনকে শিক্ষা দেই এবং তারা আবার অন্যদের শিক্ষা দেয়, তখন তা ঢেউয়ের মতই আমাদের চারপাশের পৃথিবীতে ছড়িয়ে পড়ে।এই কোর্সের ১৪৪ পৃষ্ঠা সম্বলিত, মারজোরী স্টুয়ার্ট আমাদেরকে কিভাবে শিক্ষকের পরিচর্যা করতে পারেন এই পাঠে আপনাকে তা বুঝতে সাহায্য করবে।যীশু-খ্রীষ্ট তার অনুসারীদের বলেছিলেন, আমার আদেশ অনুযায়ী সমুদয় জাতিকে শিক্ষা দেও... সকল আদেশ মান্য ও অনুসরণ করতে শিক্ষা দেও। এটা অমার ইচ্ছা যা কিনা উপাসনার দ্বারা বহন করা হবে।

নিজ পরিবেশে খ্রীষ্টিয়ান

আপনি কি যীশু খ্রীষ্টকে আপনার ব্যক্তিগত ত্রাণকর্তা রুপে গ্রহণ করেছেন? যদি করে থাকেন তবে আপনার জীবনে নিশ্চয়ই অনেক পরিবর্তন এসেছে। এদের একটি সম্ভবত: অন্যদের প্রতি আপনার মনোভাবের পরিবর্তন। আমরা সবাই একই সমাজের, এবং এই কোর্সের ১৫৮ পৃষ্ঠায় ডোনাল্ড স্টাকলেস আমাদের শিক্ষা দেন যে সমাজ হল একাধিক লোক যেখানে কিনা আমরা বসবাস করছি। এটা হচ্ছে একটি আত্মা, বা মনের প্রকৃতি যা একে অন্যদের এবং ঈশ্বর চান যেন আমরা সঠিকভাবে তাঁর গুরুত্ব সুস্পষ্টভাবে অনদের সাথে ....