খ্রীষ্টিয় আরাধনা

আপনার খ্রীষ্টিয় জীবন যত বৃদ্ধি পাবে, প্রভুর আরাধনা করার ইচ্ছাও তত বৃদ্ধি পাবে- এবং এই ইচ্ছা অবশ্যই পূরণ করতে হবে। ঈশ্বরও তাঁর সন্তানদের সাথে সহভাগিতায় মিলিত হওয়ার জণ্য অপেক্ষা করেন। জুডি বারটেল লিখিত এই ১১৮ পৃষ্ঠার কোর্স, যারা আরাধনার প্রয়োজনীয়তা ও উপকারিতা সন্নিবিষ্ট করে ব্যক্তিগত প্রার্থনার সাথে সঙ্গতি রাখতে চান তাদের সাহায্য করবে। এছাড়া এতে কিছু পরামর্শ দেয়া আছে যা দলীয় আরাধনার ক্ষেত্রে উপকারী ভূমিকা পালন করবে।

দেখুন / সম্পূর্ণ কোর্স ডাউনলোড করুন icon দেখুন / পাঠের ভূমিকা ডাউনলোড করুন icon

ঈশ্বরের আরাধনা করা, একটি মূল্যবান পাথরের মত কারণ এটি আত্মিকভাবে আমাদের ধনী করে। এবং একটি সুন্দর রত্নের মত আরাধনারও অনেক উপকারী দিক আছে। আমরা এসবের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু দিক নিয়ে আলোচনা করব। আপনি এসব সত্য কাজে লাগানো শিখছেন, যার অর্থ আপনি আপনার আরাধনার রত্নকে ঘষে আরো উজ্জল বানাচ্ছেন। পবিত্র-আত্মা আপনাকে সাহায্য করবেন যেন রত্নের প্রতিটি পাশ থেকে ঈশ্বরের গৌরব ও সৌন্দর্যের আলোকরশ্মি বিচ্ছুরিত হয়।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon


বাইবেলে অনেক লোকের গল্প আছে যারা ঈশ্বরের বিশ্বাস করত কিন্তু তবুও তাদের মনের ইচ্ছানুযায়ী অন্য কিছুর আরাধনা করত। তাদের আনুগত্যের মধ্যে ভাগ ছিল। শেষ পর্যন্ত দেখা যেত তারা প্রতিমা পূজা করছে। যীশু বলেছেন, “ কেউ একসঙ্গে দুই কর্তার দাসত্ব করতে পারে না” (মথি ৬:২৪)
আমরা একজন কর্তার সেবা, আরাধনা করতে চাই এবং একজন কর্তাকে ভালবাসতে চাই-যিনি এসব পাওয়ার যোগ্য।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

প্রার্থনা করা কঠিন না। যে আমাদের ভালবাসে এবং আমরা যাদের ভালবাসি তাদের সাথে কি আমরা কথা বলতে চাই না? জাগতিকভাবে আমরা কারো সঙ্গে যত বেশি কথা বলি তার সঙ্গে সম্পর্ক বেশি ভাল হয়। তেমনিভাবে আমরা যত বেশি প্রার্থনা করি, প্রার্থনা করা আমাদের কাছে তত সহজ হয় এবং সহজে ঈশ্বরের প্রতি আমাদের ভালবাসা প্রকাশ করতে পারি।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon


যদি আমরা বলি আমরা যীশুকে ভালবাসি, তাহলে আমাদের কাজের মাধ্যমেও তা দেখাতে হবে।
এই পাঠ আপনাকে জানতে সাহায্য করবে: আপনার নিজের বর্তমান জীবনের সাথে যীশুতে জীবন যাপনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে তুলনা, কাজের মাধ্যমে প্রশংসা করার জন্য প্রয়োজনীয় আচার-আচরণ, কাজের মাধ্যমে ঈশ্বরের আরাধনা করার গুরুত্ব উপলব্ধি করা।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon


সঙ্গীত খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের অনুভূতিকে প্রভাবিত করতে পারে, আমাদের আবেগ নিয়ে কাজ করতে পারে, এবং এমনকি কাজের ধারাকে পরিবর্তন করতে পারে। সঙ্গীতের প্রধান উদ্দেশ্য হল ঈশ্বরের আরাধনা করা এবং তাকেঁ গৌরাবান্বিত করা।
বাইবেলে স্বর ও যন্ত্র উভয় সঙ্গীতের মাধ্যমে আরাধনা করার উদাহরণ দেয়া আছে। আমাদের ধন্যবাদ দানের পরিচর্যা এবং ঈশ্বরের প্রশংসার করায় উৎসাহিত করার জন্য এগুলো দেয়া হয়েছে।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

আরাধনার বিষয়ে ঈশ্বর কিছু নির্দেশনা দিয়েছেন। এই পাঠে আমরা আলোচনা করব কিভাবে ফলপ্রসু খ্রীষ্টিয় আরাধনার জন্য আমরা নিজেদের প্রস্তুত করতে পারি।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

কিভাবে আপনি আরাধনা করবেন সে বিষয়ে বলা এই পাঠের উদ্দেশ্য না, কিন্তু অন্য বিশ্বাসীরা আরাধনা সম্পর্কে যা শিখেছে তা অন্যদের কাছে কিভাবে প্রকাশ করতে পারে সেটিই প্রধান উদ্দেশ্য। এই সব বিশ্বাসীদের অনেকে বাইবেলের সমসাময়িক যুগে ছিলেন; অনেকে বর্তমানে বাস করছেন। আপনি যা শিখছেন তা যদি অনুশীলন করতে থাকেন তাহলে আপনিও অন্যদের সাহায্য করতে পারবেন।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠ আপনাকে জানতে সাহায্য করবে: যারা ঈশ্বরের আরাধনা করে তাদের জন্য তিনি যে আর্শীবাদ রেখেছেন এবং প্রভু যীশুর সাথে অনন্তজীবনের জন্য অশেষ সহভাগীতায় মিলিত হওয়ার প্রত্যাশা।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon