<H1>এখানে আপনার মন্তব্য লিখুন </H1>
এই সাইট থেকে আপনি এমন কিছু পেয়েছেন যা আপনাকে সাহায্য করেছে? দয়াকরে আমাদেরকে জানান আপনি কি পেয়েছেন এবং সেটি কিভাবে আপনি ব্যবহার করেছেন। দয়া করে নিচের অংশ পূরন করুন।
সচিত্র কোর্স
লেখক জোস্,আর, সিলভা ডেলগেডো আমাদের দেখিয়েছেন কিভাবে একজন বিশ্বস্ত ধনাধ্যক্ষ হওয়া যায়। একটি রুপাক্তক গল্পে, যীশু দুজন ভাল ধনাধ্যক্ষকে প্রশংসা করে বলেছিলেন একজন তার সম্পদ বুদ্ধিমত্তার সহিত পরিচালনা করে এবং অন্য ব্যক্তিকে দায়ী করে, তাকে যা দেওয়া হয়েছিল সে তা দিয়ে কিছুই করেনি। এই কোর্সে আমরা শিখতে পারবো কিভাবে পরিচালনা এবং পরিশোভিত করা যায়, যা কিনা ঈশ্বর আমাদের কাছে প্রত্যাশা করেন, হয়তবা তিনি একদিন বলবেন, “বেশ, উত্তম ও বিশ্বস্ত দাস, এস এবং প্রভুর আনন্দের সহভাগী হও।“(মথি ২৫;২৩)পদ।