<H1>এখানে আপনার মন্তব্য লিখুন </H1>
এই সাইট থেকে আপনি এমন কিছু পেয়েছেন যা আপনাকে সাহায্য করেছে? দয়াকরে আমাদেরকে জানান আপনি কি পেয়েছেন এবং সেটি কিভাবে আপনি ব্যবহার করেছেন। দয়া করে নিচের অংশ পূরন করুন।
সচিত্র কোর্স
গ্লোবাল ইউনিভার্সিটি পরিবারে আপনাকে স্বাগতম! বিশ্বের বিভিন্ন দেশের ছেলেমেয়েরা এই একই বিষয় নিয়ে পড়াশোনা করছে। একইভাবে তাদের মা-বাবা, বড় ভাইবোনেরাও করছে। কেন? কারণ সবাই অতীতের এইসব মহৎ মানুষ সম্পর্কে জানতে চায়। বইয়ের ছবিতে তাদের দেখা এবং বিভিন্ন অনুশীলনীতে যা লেখা আছে তাই করাও একটি মজার বিষয়।
সর্বোপরি আপনাদের এটি পছন্দ হবে কারণ এতে আপনারা ঈশ্বরের বিষয় জানতে পারবেন। যারা তার সম্পর্কে পড়ে তিনি তাদের ভালবাসেন। তিনি তাদের জন্য অনেক আশ্চর্য কাজ করেন। আপনিও দেখতে পারবেন ঈশ্বর আপনাকে কত ভালবাসেন এবং আপনার জন্য কত আশ্চর্য কাজ করেন।