মন্ডলীর উদ্দেশ্য কি এবং মানুষ কেন মন্ডলীতে যায়? বাপ্তাইজিত হওয়ার অর্থ কি? কেন বিশ্বাসীদের প্রভুর ভোজ নিতে হয়? সন্তান উৎসর্গ করার কথা কি বাইবেলে লেখা আছে? রবার্ট এবং ইভিলিন বোল্টন লিখিত ১৫৪ পৃষ্ঠার এই কোর্সে, উপরোক্ত প্রশ্নগুলোর (যেগুলো মানুষ মন্ডলী সম্পর্কে বেশিরভাগ সময় করে থাকে) উত্তর দেয়া আছে। নতুন কনভার্ট হওয়া তিমথী এবং তার বাগদত্তা মেরি, মন্ডলী কি করে এবং কেন করে সেসব বিষয় সারা বইয়ে বাইবেলের ভিত্তিতে ব্যাখা করেছেন।
মন্ডলীর বিল্ডিংকে অনেক সময় “আরাধনার গৃহ” বলা হয়। এটি বলা বিধেয় কারণ এর প্রধান কাজ হচ্ছে, একসাথে ঈশ্বরের প্রশংসা করার জন্য লোকদের একটি স্থান প্রস্তুত করে দেয়া। যীশু বলেছেন, আমাদের স্বর্গীয় পিতা আমাদের কাছে প্রশংসা যাঞ্চা করেন। যদিও স্বর্গের সবাই অবিরত তাঁর প্রশংসা করছে তবুও তিনি চান যেন আমরা তাঁর প্রশংসা করি কারণ এর মাধ্যমে আমরা তাঁর সাথে সহভাগিতায় মিলিত হই।
মন্ডলীতে ঈশ্বরের বাক্যকে বিশেষ সম্মান দেয়া হয় যাতে এর কর্ত্তৃত্ব বজায় থাকে। এইসব মন্ডলীর পালকেরা বিশ্বস্থতার সাথে লোকদের কাছে ঈশ্বরের বাক্যে সুসমাচার প্রচার করে।
যেসব সুসমাচার প্রচার করা হয় সেসব নিয়ে আমরা এই পাঠে আলোচনা করব। আপনারা আরও জানতে পারবেন কেন এইসব সুসমাচার প্রচার করা হয় এবং যারা এগুলো গ্রহণ করে তাদের জীবনে কি ধরনের ফল দেখা যায়।
মন্ডলীতে বিভিন্ন ধরনের উৎসব এবং অনুষ্ঠান পালন করা হয়। সন্দেহ নেই আপনি নিজেও কোন সুন্দর বিয়ের অনুস্ঠান, কোন শিশু উৎসর্গ অনুষ্ঠান বা মন্ডলীর কোন সদস্য যিনি প্রভুতে গত হয়েছেন তার আন্ত্যেষ্টক্রিয়ায় অংশ গ্রহণ করেছেন। বড়দিন, খেজুরপাতা রবিবার, পূণ্য শুক্রবার, পুণরুত্থান এবং ধন্যবাদের সভা মন্ডলীর কিছু উল্লেখযোগ্য উৎসব। এইসব উৎসব ও অনুষ্ঠান প্রভুর স্মরণার্থে হওয়া উচিত।
গীতসংহিতা ১:৩ পদে, যারা ঈশ্বরকে মান্য করে তাদেরকে জলস্রোতের কাছের গাছের সাথে তুলনা করা হয়েছে, যা সময় মত ফল দেয়। প্রভু যীশু একটি চাহিদা পূরণ করার জন্য পৃথিবীতে মন্ডলী স্থাপন করেছেন- শুধুমাত্র এর জাঁকজমকের প্রশংসা করার জণ্য না। এটি এমন গাছের মত যার শিকড় দৃঢ়ভাবে আটকানো, যা জীবন জলের গভীরে বেড়ে উঠে, যার শাখায় শাখায় মুকুল ধরে এবং সময় মত ফল দেয়।