মন্ডলীর কাজ কি

মন্ডলীর উদ্দেশ্য কি এবং মানুষ কেন মন্ডলীতে যায়? বাপ্তাইজিত হওয়ার অর্থ কি? কেন বিশ্বাসীদের প্রভুর ভোজ নিতে হয়? সন্তান উৎসর্গ করার কথা কি বাইবেলে লেখা আছে? রবার্ট এবং ইভিলিন বোল্টন লিখিত ১৫৪ পৃষ্ঠার এই কোর্সে, উপরোক্ত প্রশ্নগুলোর (যেগুলো মানুষ মন্ডলী সম্পর্কে বেশিরভাগ সময় করে থাকে) উত্তর দেয়া আছে। নতুন কনভার্ট হওয়া তিমথী এবং তার বাগদত্তা মেরি, মন্ডলী কি করে এবং কেন করে সেসব বিষয় সারা বইয়ে বাইবেলের ভিত্তিতে ব্যাখা করেছেন।

দেখুন / সম্পূর্ণ কোর্স ডাউনলোড করুন icon দেখুন / পাঠের ভূমিকা ডাউনলোড করুন icon

মন্ডলীর বিল্ডিংকে অনেক সময় “আরাধনার গৃহ” বলা হয়। এটি বলা বিধেয় কারণ এর প্রধান কাজ হচ্ছে, একসাথে ঈশ্বরের প্রশংসা করার জন্য লোকদের একটি স্থান প্রস্তুত করে দেয়া। যীশু বলেছেন, আমাদের স্বর্গীয় পিতা আমাদের কাছে প্রশংসা যাঞ্চা করেন। যদিও স্বর্গের সবাই অবিরত তাঁর প্রশংসা করছে তবুও তিনি চান যেন আমরা তাঁর প্রশংসা করি কারণ এর মাধ্যমে আমরা তাঁর সাথে সহভাগিতায় মিলিত হই।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

মন্ডলীতে পবিত্র-আত্মার কাজ বসন্তের সৌন্দর্যের মত! যখন মন্ডলীর লোকেরা তাঁর বশবর্তী হয় তিনি তাদের নতুন জীবন এবং দীপ্তি দান করেন। মানুষেরা “আত্মা থেকে জন্মানো আত্মায়” পরিণত হয় (যোহন ৩:৬)

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon


মন্ডলীতে ঈশ্বরের বাক্যকে বিশেষ সম্মান দেয়া হয় যাতে এর কর্ত্তৃত্ব বজায় থাকে। এইসব মন্ডলীর পালকেরা বিশ্বস্থতার সাথে লোকদের কাছে ঈশ্বরের বাক্যে সুসমাচার প্রচার করে।
যেসব সুসমাচার প্রচার করা হয় সেসব নিয়ে আমরা এই পাঠে আলোচনা করব। আপনারা আরও জানতে পারবেন কেন এইসব সুসমাচার প্রচার করা হয় এবং যারা এগুলো গ্রহণ করে তাদের জীবনে কি ধরনের ফল দেখা যায়।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

অন্য যে কোন বইয়ের চেয়ে বাইবেল সম্পর্কে বেশি লেখা হয়েছে। মনে হয় এর কোন শেষ নেই। বাইবেলের সত্য অব্যয়- সেগুলো অগ্রাহ্য করার কোন উপায় নেই। যদি আপনি জীবন ভরে বাইবেল পড়েন তাহলে আপনি পবিত্র বাক্যের সোনা, রুপা এবং মূল্যবান পাথরের খনি আবিস্কার করতে পারবেন। এতে যেসব মূল্যবান সম্পদ তা খুড়েঁ বের করতে হবে!

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon


বাপ্তিস্ম নেয়ার আগে একজন লোককে বাপ্তিস্ম নেয়ার অর্থ এবং কেন এটি মন্ডলীতে বিধি হিসেবে পালন করা হয় তা বুঝতে হবে।
এই পাঠে আপনি জানতে পারবেন, জলে বাপ্তিস্ম, নুতন নিয়মের মতবাদ, ব্যক্তিগতভাবে জলে বাপ্তিস্ম নেয়ার বিধি গ্রহণ এবং বাক্যের আলোকে বাপ্তিস্মের রুপ মূল্যায়ন।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠ আপনাকে জানতে সাহায্য করবে: প্রভুর ভোজে ব্যবহৃত রুটি ও পেয়ালার রুপক অর্থ, প্রভু যীশুর শেষ ভোজের তাৎপর্য এবং উদ্দেশ্য, এবং নিবিষ্ট মনে প্রভুর ভোজে অংশ করার প্রয়োজনীয়তা।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon


ঈশ্বর সহভাগিতা সৃষ্টি করেছেন যেন আমরা একে অন্যকে সাহায্য করি, শক্তি যোগাই এবং আনন্দ দেই। এসব বিষয় স্থানীয় মন্ডলীর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

মন্ডলীতে বিভিন্ন ধরনের উৎসব এবং অনুষ্ঠান পালন করা হয়। সন্দেহ নেই আপনি নিজেও কোন সুন্দর বিয়ের অনুস্ঠান, কোন শিশু উৎসর্গ অনুষ্ঠান বা মন্ডলীর কোন সদস্য যিনি প্রভুতে গত হয়েছেন তার আন্ত্যেষ্টক্রিয়ায় অংশ গ্রহণ করেছেন। বড়দিন, খেজুরপাতা রবিবার, পূণ্য শুক্রবার, পুণরুত্থান এবং ধন্যবাদের সভা মন্ডলীর কিছু উল্লেখযোগ্য উৎসব। এইসব উৎসব ও অনুষ্ঠান প্রভুর স্মরণার্থে হওয়া উচিত।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

গীতসংহিতা ১:৩ পদে, যারা ঈশ্বরকে মান্য করে তাদেরকে জলস্রোতের কাছের গাছের সাথে তুলনা করা হয়েছে, যা সময় মত ফল দেয়। প্রভু যীশু একটি চাহিদা পূরণ করার জন্য পৃথিবীতে মন্ডলী স্থাপন করেছেন- শুধুমাত্র এর জাঁকজমকের প্রশংসা করার জণ্য না। এটি এমন গাছের মত যার শিকড় দৃঢ়ভাবে আটকানো, যা জীবন জলের গভীরে বেড়ে উঠে, যার শাখায় শাখায় মুকুল ধরে এবং সময় মত ফল দেয়।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

নূতন নিয়মের মন্ডলীগুলো যেমন করেছিল বর্তমান সময়ে মন্ডলীগুলোরও তেমনি মানুষের পরিচর্যা করা দরকার। সম্পদ, শিক্ষা এবং সম্মান অর্জনের জন্য ঈশ্বরের শক্তির বিকল্প নেই। “প্রভু যীশু গতকাল, আজ, আগামীকাল এবং অনন্তকাল একই রকম থাকবেন।“ (ইব্রীয় ১৩:৮)। সুতরাং আমরা তাঁর নামে মানুষের পরিচর্যা করতে পারি!

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon
দেখুন / তথ্য ডাউনলোড করুন icon
দেখুন / তথ্য ডাউনলোড করুন icon