একবার যদি আমরা আমাদের জীবনে ঈশ্বরের পরিকল্পনা অনুসরণ করার সিদ্ধান্ত নেই, তাহলে আমরা যে শুধু আমাদের জীবনে খ্রীষ্টের আদর্শ ও চরিত্র প্রতিষ্ঠিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, তাই না, কিন্তু খ্রীষ্টের ভালবাসা অন্যদের ভাগাভাগি করতেও প্রতিজ্ঞাবদ্ধ যেন তাদের জীবনও পরিবর্তিত হয়। বাইবেল পড়ার সময় আমরা যদি পবিত্র-আত্মার প্রতি সাড়া দেই তাহলেই আমরা ভালভাবে আমাদের আমাদের দায়িত্ব পালন করতে পারব। টমাস মাফরি লিখিত এই ১৩২ পৃষ্ঠার কোর্সে, যারা বাইবেল পাঠ করতে আগ্রহী তাদের জন্য প্রয়োজনীয় অনেক পরামর্শ দেয়া হয়েছে।
আপনি যখন প্রজ্ঞা ও ঈশ্বরীয় জ্ঞান অর্জনের জন্য বাইবেল পড়েন, তাহলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, বাইবেল পদের গভীরে যেতে হবে, যেমন আপনি পানির জন্য করেন। যদি আপনি বাইবেল পদের জন্য কাজ করেন, আপনি জীবন-দানকারী জল পাবেন।
যদি কেউ জীবন জল পান করতে চায়, তাহলে তাকে দিনের পর দিন বাইবেল পড়তে হবে। এই পাঠে বলা হয়েছে কেন আমরা বাইবেল পড়ি।
যখন আপনি কারো সঙ্গে কথা বলেন আপনি চান সে আপনাকে বুঝতে পারে। তাই আপনি এমন প্রক্রিয়া অবলম্বন করেন যেন আপনার চিন্তা তার কাছে স্পষ্ট ভাবে প্রকাশিত হয়। যেমন- যখন লেখকরা তাদের চিন্তা স্পষ্ট ভাবে প্রকাশ করতে পারেন তখনই কোন লেখা বা সাহিত্য ফলপ্রসূ হয়।
বাইবেলের লেখকরা প্রতিটি শব্দ তাদের উদ্দেশ্য অনুযায়ী নির্বাচন করেছেন এবং সাজিয়েছেন। যদি আপনি লেখকদের চিন্তা প্রকাশ করার উপায় সম্পর্কে পড়াশুনা করেন তাহলে বাইবেল পাঠের ক্ষেত্রে আপনার সহজ হবে।
আমরা বাইবেল পড়ার কারণ এবং বাইবেলের প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করেছি, এখন আমাদের জানা প্রয়োজন কিভাবে বাইবেল পড়তে হয়। এই অধ্যায়ে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাকে বাইবেল পড়ার জন্য প্রস্তুতি নিতে সাহায্য করবে। আপনি হয়তো ভাবছেন বাইবেল পড়া একটি অসম্ভব কাজ। কিন্তু অন্যান্য বড় কাজের মত যদি আপনি জানেন, কিভাবে ছোট ছোট অংশে বিভক্ত করে করতে হয়, তাহলে আপনি এই অসম্ভব কাজটিও সম্ভব করতে পারেন।
আমাদের নিজেদের আত্মিকভাবে পরিপুষ্ট রাখা এবং পরিচালনা করার জন্য কয়েকটি বাইবেল পদের উপর নির্ভর করা খুব সহজ। কিন্তু খ্রীষ্টেতে বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের ঈশ্বরের বাক্যের সম্পূর্ণ খাবারই প্রয়োজন। (ইফিষীয় ৪:১৫)
ঈশ্বরের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমাদের দিনের পর দিন ঈশ্বরের বাক্য বেশি পরিমাণে খাওয়া প্রয়োজন। আমাদের জীবন খ্রীষ্টেতে বৃদ্ধি করার জন্য বাইবেলের প্রতিটি পুস্তকে তার সম্পর্কে যা বলা হয়েছে সেগুলো নিয়ে ধ্যান করা প্রয়োজন।
যদি আপনি আপনার খ্রীষ্টিয় জীবনের কোন বিষয় সম্পর্কে না জানেন তাহলে আপনার বিষয়ভিত্তিক পড়াশোন করা দরকার। আপনি হয়তো জানতে চান কিভাবে বিশ্বাসে জীবন-যাপন করা যায়। হয়তো আপনার পবিত্র-আত্মায় বাপ্তিস্ম প্রয়োজন। আপনি কি জানেন খ্রীষ্টেতে আপনি কে? কিভাবে আপনি পবিত্র জীবন যাপন করতে পারেন? বিষয় যাই হোক না কেন, এসব পাঠের মাধ্যমে আপনি আপনার জীবনে ঈশ্বরের পরিকল্পনার বিষয় আরেকটু বেশি জানতে পারবেন।
আমরা ঈশ্বরের ধন্যবাদ করতে পারি কারণ বাইবেলের অনেক অংশ গল্প আকারে দেয়া হয়েছে। এইসব গল্পের চরিত্রগুলো বাস্তবে ছিল এবং বর্তমানে আমরা যেমন সমস্যার সম্মূখীন হই তারাও একই রকম সমস্যার সম্মূখীন হত। মোশী, দায়ূদ এবং পিতরের মত লোকেরাও ভুল করেছিল এবং ভুলের মাধ্যমেই শিক্ষা গ্রহণ করেছিল। এখন আমরা তাদের ঘটনা পড়ে তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করতে পারি। এছাড়া তাদের বিজয়ের কাহিনী পড়ে তাদের বিশ্বাস দ্বারা নিজেদের শক্তিশালী করতে পারি।
যখন আপনি ঈশ্বরের বাক্য আপনার জীবনে প্রয়োগ করা শুরু করবেন, শয়তান আপনার বিপক্ষে যুদ্ধ করবে। শয়তান আপনাকে অনুৎসাহিত করবে। সে আপনার মধ্যে ঈশ্বরের বিষয়ে সন্দেহ ঢুকাবে। সে আপনার সাথে আত্মিক যুদ্ধে মেতে উঠবে।
যীশু আমাদের দেখিয়ে দেন কিভাবে আত্মিক যুদ্ধে জয়ী হওয়া যায়। ঈশ্বরের বাক্য আপনার মধ্যে পরিশুদ্ধি, সুস্থতা এবং বিজয় নিয়ে আসে, যা আপনি নিজের অন্তরে লুকিয়ে রাখেন।