ঈশ্বর কে খোজ করুন
পৃথিবীতে কি ঘটছে এবং ঈশ্বরের ইচ্ছা কি এ বিষয়ে যারা জানতে আগ্রহী তাদের জন্য ছয়টি-পাঠের একটি কোর্স। আপনি কি জীবন সম্পর্কে চিন্তা করে মাঝে মাঝে বিস্মিত হন? কেন আপনি জন্মগ্রহণ করেছেন? কিভাবে আপনি সুখী হতে পারেন? যদি তাই হয়, তাহলে এই ছয়টি পাঠ আপনার জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করবে।
পৃথিবীতে লক্ষ লক্ষ লোক বিভিন্ন সময়ে এই সব প্রশ্নের সম্মূখীন হয়েছে। অনেকে সত্যের সন্ধান করতে গিয়ে নিজেরাই হারিয়ে গেছে, আবার অনেকে তাদের প্রশ্নের উত্তর পেয়েছে। এই বইয়ে, আপনি আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর খুজবেন এবং উত্তর দিতে চাইবেন।
উত্তর খোজা বন্ধ করুন........আপনি উত্তর পেয়ে গেছেন।
খ্রীষ্টের জীবনের প্রধান প্রধান ঘটনা
এই কোর্সের ছয়টি পাঠে, জন্ম থেকে পুনরুত্থান পর্যন্ত খ্রীষ্টের জীবন ও তার পরিচর্যা কাজের উপর আলোকপাত করা হয়েছে।
এই কোর্সের আটটি পাঠে, ঈশ্বরের আটজন ভাববাদীর মন পরিবর্তনের কথা লেখা আছে। মনোযোগের সাথে এই কোর্সটি পড়া এবং ভাববাদীদের কথার বাধ্যতা, আপনাকে ঈশ্বরের আনুগত্য স্বীকার করতে সাহায্য করবে।
গ্লোবাল ইউনিভার্সিটি পরিবারে আপনাকে স্বাগতম! বিশ্বের বিভিন্ন দেশের ছেলেমেয়েরা এই একই বিষয় নিয়ে পড়াশোনা করছে। একইভাবে তাদের মা-বাবা, বড় ভাইবোনেরাও করছে। কেন? কারণ সবাই অতীতের এইসব মহৎ মানুষ সম্পর্কে জানতে চায়। বইয়ের ছবিতে তাদের দেখা এবং বিভিন্ন অনুশীলনীতে যা লেখা আছে তাই করাও একটি মজার বিষয়।
সর্বোপরি আপনাদের এটি পছন্দ হবে কারণ এতে আপনারা ঈশ্বরের বিষয় জানতে পারবেন। যারা তার সম্পর্কে পড়ে তিনি তাদের ভালবাসেন। তিনি তাদের জন্য অনেক আশ্চর্য কাজ করেন। আপনিও দেখতে পারবেন ঈশ্বর আপনাকে কত ভালবাসেন এবং আপনার জন্য কত আশ্চর্য কাজ করেন।
জানুন, একজন কিশোর রাখাল কিভাবে তার বড় শত্রুকে পরাজিত করে এবং বীরে পরিণত হয়!
৩০০ সদস্যের একটি দুর্বল দল একটি বিশাল সৈন্যবাহিনীকে পরজাতি করার সিদ্ধান্ত নিয়েছে। তারা কি সফল হতে পারবে?