যখন ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের মধ্যে এমন কিছু দিয়েছেন যা আমাদেরকে তার কাছে পৌছে দেয়। আমরা অনুভব করি যে আমাদের সমস্যার সমাধান, সুরক্ষা এবং বিভিন্ন চাহিদা মেটানোর জন্য আমাদের শক্তির চেয়ে বড় কোন শক্তি প্রয়োজন। প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের সান্নিধ্যে পৌছাই এবং তিনি আমাদের সাহায্য করেন। জে. রবার্ট অ্যাশক্রফট-এর এই ১০০ পৃষ্ঠার কোর্সে দেখানো হয়েছে কিভাবে আমরা প্রার্থনার উত্তর পেতে পারি এবং প্রার্থনা ও ঈশ্বরের আরাধনার মাধ্যমে কিভাবে আমাদের চাহিদা মেটাতে পারি।
যখন আমরা বেশিরভাগ মানুষ প্রার্থনার উত্তর পাই না, তখন কারও কারও প্রার্থনা আশ্চর্য উত্তর শুনে আপনি কি বিস্মিত হন না? অথবা আপনি যেখানে ঈশ্বরের সাথে বলার মত কথাই খুজে পান না সেখানে কেউ কেউ এত সহজে কিভাবে তার সাথে কথা বলে? সম্ভবত প্রত্যেক খ্রীষ্টিয়ান কখনও না কখনও নিজেকে এই প্রশ্নগুলো করেছে।
এমনকি যীশুর শিষ্যরাও যীশুকে প্রার্থনার বিষয়ে জিজ্ঞাসা করেছিল। এবং তারা তার কাছে জানতে অনুরোধ করল: লূক ১১:১ পদ “ প্রভু, আমাদের প্রার্থনা করা শিখান।” যীশু তাদের সঙ্গে শুধু মুখেই বলেননি বরং উদাহরণও দিয়েছেন। তিনি তাদেরকে একটি প্রার্থনা শিখিয়েছেন এবং বলেছেন কিভাবে প্রার্থনা করতে হয়। আসুন প্রার্থনা সম্পর্কে এই পাঠ পড়ার সময় আমরাও শিষ্যদের মত অনুরোধ জানাই।
ঈশ্বর কি কখনও আপনার সাথে কথা বলেছেন?
বেশিরভাগ সময় আমাদের প্রার্থনা হয় একতরফা, সব কথা শুধু আমরাই বলি! আমাদের প্রার্থনার সময় মনোযোগী হওয়া এবং ঈশ্বরের রব শুনতে চেষ্টা করা প্রয়োজন। যদি আমরা তা করতে পারি তাহলে বুঝতে পারব কিভাবে ঈশ্বরের সাথী হওয়া যায়। তিনি আমাদের পরিচালনা দেবেন, ব্যবহার করবেন এবং তার কাজের অংশ করবেন।
এই পাঠে আপনি জানতে পারবেন, কিভাবে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেন এবং কিভাবে আপনি তা শুনতে পারেন।
খ্রীষ্টিয় জীবন বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। আমরা বিশ্বাস করি ঈশ্বর আমাদের ভালবাসেন এবং আমাদের সমস্যার সমাধান করেন। তাই আমরা বিশ্বাস এবং প্রত্যাশা নিয়ে তার কাছে প্রার্থনা করি। আমরা বিশ্বাস করি তিনি আমাদের প্রার্থনা শুনবেন কারণ তার বাক্য, বাইবেল সে কথা বলে। ঈশ্বরের মত তার বাক্যও সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য ও নির্ভর যোগ্য।
এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে, প্রার্থনা করার সময় কিভাবে বাইবেল আপনাকে সাহায্য করে। আপনি জানতে পারবেন কিভাবে বাইবেল পড়তে হয়, প্রার্থনার সময় ব্যবহার করতে হয় এবং এর কথা পালন করতে হয়।
পবিত্র-আত্মা মানুষের প্রার্থনা পরিচালিত করেছেন এবং আশ্চর্য আশ্চর্য বিষয় ঘটেছে। যখন আমরা প্রার্থনা করি তখন পবিত্র-আত্মা বিভিন্নভাবে আমাদের সাহায্য করতে পারেন! এই পাঠ একবার পড়লে আপনি জানতে পারবেন কিভাবে তাকে সাহায্য করার সুযোগ দিতে হয়।
এই পাঠ আপনাকে সাহায্য করবে: কি প্রার্থনা করতে হয় এবং কিভাবে প্রার্থনা হয় সে বিষয়ে জানার জন্য কিভাবে পবিত্র-আত্মার কাছে সাহায্য চাইতে হয়, এবং পবিত্র-আত্মাকে পরিচালনা দিতে বললে কিভাবে তিনি আপনাকে প্রশংসার গভীরে এবং প্রার্থনায় বিজয়ী হতে সাহায্য করেন।