একটি সুন্দর চরিত্র নিজে নিজেই বা ঘটনা চক্রেই সৃষ্টি হয়ে যায় না। পবিত্র আত্মা বিশ্বাসীর জীবনে যখন তাঁর ফলগুলি উৎপন্ন করেন তখনই খ্রীষ্টিয় চরিত্রের বিকাশ সাধন হয়। গালাতীয় ৫:২২-২৩ পদে আত্মার যে ফলগুলির বর্ণনা দেওয়া হয়েছে সেগুলি আমাদের জীবনে পবিত্র আত্মার উপস্থিতিরই পরিণাম। লেখক আন্তনীয় গিলবার্তো ডি সিলভা গালাতীয় ৫ অধ্যায় ও এর সাথে সম্পর্কযুক্ত অন্যান্য পদের উপর ভিত্তি করে লেখা একটি ব্যবহারিক পাঠ্যক্রম। এই কোর্সে মূলত জোর দেওয়া হয়েছে প্রেম, আনন্দ,শান্তি, ধৈর্য্য, মাধুর্য্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা এবং আত্মদমনের আশাজনক উন্নতিরধরণ এবং এতে লাভ হল খ্রীষ্টিয়ানদের মধ্যে সুসম্পর্ক এবং সেবা সৃষ্টি করা।
দয়ার স্বভাবকে আমরা সাধারণত: এক ব্যক্তির দ্বারা অন্য এক ব্যক্তির প্রতি ভালবাসার প্রকাশরুপে এবং ভাল স্বভাবকে নির্মল একটি গুণ হিসেবে দেখে থাকি। এই পাঠে আমরা দেখতে পাব যে এই বিশেষণ দুটির বাইবেলগত ব্যবহার যা বর্তমান সময়ের অপেক্ষাকৃত সাধারণ ব্যবহার থেকে কিছুটা ভিন্ন, এবং ভালবাসা প্রকাশের অনেক বিষয়ই দয়ার স্বভাব এবং ভাল স্বভাবের অন্তর্ভুক্ত। পবিত্র আত্মা অমাদেরকে মাধুর্য্য ও মঙ্গল স্বভাব দেন, যীশু-খ্রীষ্টের ভালবাসা সাথে নিয়ে সারা বিশ্বকে পরিচালনা দিতে সাহায্য করেন।
এই পাঠে আপনি জানতে পারবেন যে, বিশ্বাসের বিভিন্ন দিক আছে, এবং এদের একটি হচ্ছে পবিত্র আত্মার ফল হিসেবে উৎপন্ন বিশ্বস্ততা । আপনার বিশ্বস্ততার দ্বারাই আপনার বিশ্বাস প্রমাণিত হয়। এর ভিত্তি হল ঈশ্বরের উপরে বিশ্বাস এবং তাঁর উপরে গভীর ও স্থায়ী আস্থা, যা আপনাকে জীবনের সকল পরিস্থিতিকে শক্তি ও সমর্থন দান করবে। আপনার বিশ্বাসযোগ্যতা ও অবিচল খ্রীষ্টিয় জীবন যাপনের মধ্যে তা প্রকাশিত হয়। এই পাঠখানি ঈশ্বরের রাজ্যে আপনাকে বিশ্বস্ততা অনুসন্ধানে সাহায্য করবে এবং পবিত্র আত্মাকে এই ফলটি আপনার মধ্যে আরও বেশী পরিমাণে উৎপাদনের সুযোগ দেবার জন্য আপনাকে উৎসাহ দান করবে।
এই সর্বশেষ পাঠে আমরা পবিত্র আত্মার নয়টি বরদান পুন-পরীক্ষণ করব এবং পুরাতন নিয়মের ব্যবস্থা, খ্রীষ্টিয় স্বাধীনতা এবং পবিত্র আত্মার ফলের মধ্যকার সম্পর্ক লক্ষ্য করব। বহু বিষয়ের বিরুদ্ধে অনেক আইন কানুন রয়েছে, কিন্তু ফলবহন করা বা খ্রীষ্টের সদৃশ হওয়ার বিরুদ্ধে কোন আইন নেই। পবিত্র আত্মাকে আপনার জীবনে কাজ করতে দিন যেন তা প্রচুর ফলে ফলবান এক সুস্থ শাখা স্বরুপ হয়।