লেখক আরনেষ্ট পেট্রি সুস্পস্টভাবে দেখিয়েছেন প্রচার এবং শিক্ষা দেবার মাধ্যমে কিভাবে উপযুক্তভাবে ঈশ্বরের সাথে যোগাযোগ রাখা যায়। এরকম দুটো পথের মাধ্যম ছাড়াও আরো বিভিন্নভাবে ঈশ্বরের বাক্য প্রচার করা যায়। তবে খ্রীষ্টিয়ান ইতহাসে একটি নির্দিষ্ট সময়ে পদ্ধতিগত কিছু বৈশিষ্ট্যতা সংগঠিত হয়েছিল। অনধিগোষ্ঠির কাছে সুসমাচার প্রচার এবং আধ্যাত্মিক পরিপক্কতার জন্য পাঠকদের জন্য পদ্ধতিগতভাবে এই পাঠে গুরুত্ব দেওয়া হয়েছে।
কিভাবে উপদেশ প্রস্তুত এবং প্রচার করতে হয়,আপনি তা শিখতে পারবেন। প্রতিটি প্রচারের জন্য কিভাবে লক্ষ্য স্থির করতে হয়, শাস্ত্রসম্মতভাবে প্রচারের জন্য বিষয় বস্তু সংগ্রহ ও সাজাতে হয় এবং সফলভাবে আদান-প্রদান করতে হয়, আপনি তা শিখতে পারবেন। এছাড়া আপনার প্রচারের পর নির্ধারিত লক্ষ্যে পৌছাতে পেরেছেন কিনা আপনি তা মূল্যায়ন করতে পারবেন।
লোকদের কাছে ঐশ্বরিক সত্য তুলে ধরার জন্য ঈশ্বর প্রচার করা এবং শিক্ষা দেওয়া এই দুটি পদ্ধতি মনোনীত করেছেন। আপনি যখন খুব দক্ষতার সাথে এবং উপযুক্তভাবে এই দু’টি বিষয় শিক্ষা লাভ করবেন, তখন ঈশ্বর যে আপনার সফলতার একমাত্র উৎস তা ভুলে যাবেন না। এই পাঠে আমরা আমাদের পরিচর্যার কাজের জন্য অর্থনৈতিক গুরুত্ব সম্বন্ধে শিখবো এবং পাবার জন্য ঈশ্বরের উপর নির্ভর করতে হবে।