যখন আপনি সমস্যায় পড়েন, তখন আপনি কি জানেন কোথায় তার উত্তর খুজে পাওয়া যায়। লেখিকা ডরথি জনস্ আপনার সকল সমস্যা বিজয়ের সাথে মোকাবিলা করার জন্য সাহায্য করবেন। আমরা যে সমস্যাগুলির সম্মুখীন হই সেগুলির সহজ কোন সমাধান পাওয়া সম্ভব নয়। আমরা যে বিভিন্ন সমস্যায় পড়ি, সেগুলি থেকে উদ্ধার পাবার উপায় বাইবেল আমাদের কাছে প্রকাশ করে, এবং এছাড়া কিভাবে আমরা বিভিন্ন সমস্যা এড়িয়ে যেতে পারি তাও বাইবেল আমাদের দেখিয়ে দেয়। খ্রীষ্টিয়ানরা তাদের বিভিন্ন সমস্যার কাছে পরাজিত হয় এটা ঈশ্বর চান না। তিনি আমাদের জন্য একজন সমস্যা সমাধান-কারীর বন্দোবস্ত করেছেন এবং যদি আমরা তাঁর কাছে সাহায্য চাই, তাহলে তিনি আমাদের প্রয়োজনীয় পথ নির্দেশ দেবেন এবং আমাদের সমস্যাগুলিকে বিজয়ে পরিণত করতে সাহায্য করবেন।
এই পাঠে আমরা আমাদের জীবনের সমস্যার উৎস, এবং কেন আমাদের প্রত্যেকেই এই সমস্যাবলীর মুখোমুখি হতে হবে সে বিষয় আলোচনা করব। এই সমস্ত সমস্যা কেন আমাদের জীবনে ঘটে তা বুঝতে পারলে আমরা এর সমাধানের উপায়ও বুঝতে পারব, এবং আমাদের খ্রীষ্টিয় জীবনকে আরো শক্তিশালী করে গড়ে তুলবার জন্য এগুলিকে সুযোগ হিসাবে গ্রহণ করতে পারবো।
এই পাঠে আমরা কতগুলি জটিল সমস্যাকে, খ্রীষ্টের সাথে আমাদের সম্পর্কের আলোতে, এবং তাঁর মধ্যে দিয়ে বিশ্লেষণ করে দেখতে চাই। বিশেষ ভাবে যারা তাকেঁ জানে না বা যারা নিজেদের ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে সদা ব্যস্ত, তাদের জীবনে এর প্রস্তাব কত মারাক্তক তাও আরা পর্যালোচনা করব। কিভাবে খ্রীষ্টিয়ানেরা এই ধরণের সমস্যাগুলির মুখোমুথি হতে পারে তা জানা আমাদের শিক্ষা বা অভিজ্ঞতার এক গুরুত্বপূর্ণ অংশ। বাইবেল আমাদেরকে এধরণের পরিস্থিতিতে সঠিক পদক্ষেপ দান করে।
এই পাঠ আমরা অবসন্নতার কারণগুলি আলোচনা করব, এবং এগুলিকে প্রতিরোধ অথবা এই অবস্থার উপর বিজয় লাভ করবার জন্য খ্রীষ্টিয়ানদের কি কি উপায় রয়েছে সেগুলি খুজে বের করবো। এছাড়া যারা অবসন্ন অবস্থার মধ্যে পড়ে রয়েছে, অর্থাৎ যারা হতাশ ও নিরাশ তাদেরকে সাহায্য করবার উপায়গুলি আমরা লক্ষ্য করব। আমরা আমাদের প্রত্যাশা ঈশ্বরের উপর স্থাপন করতে পারি এবং এই নিশ্চয়তা লাভ করতে পরি যে তিনি আমাদের ভুলে যান নি।