সুসমাচার প্রচার
ঢেকে রাখার জন্য আপনাকে পরিত্রাণ দেওয়া হয়নি, তাই আপনি অন্যান্যদের কাছে খ্রীষ্টের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন। হ্যাঁ, তা আপনাকে করতে হবে, এবং সাথে সাথে পরিত্রাণের সুখবর সহজ-সরল ভাবে মানুষের কাছে পৌছে দিতে হবে। বাইবেলের মধ্যকার সমস্ত বিষয়গুলো আপনার নখ-দর্পণে থাকবে যাতে খ্রীষ্ট সম্পর্কে যারা জানতে চায়, বা খ্রীষ্টকে জীবনের ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করতে চায়, তাদের সমস্ত প্রশ্নের জবাব দিতে পারেন। রবার্ট বোলটন ও ইভলিন বোলটন লিখিত “সুসমাচার প্রচার” থেকে আপনি পরিত্রাণ সম্বন্ধে যা জানতে পেরেছেন তা আপনাকে ব্যবহার করতে সাহায্য করবেন এবং আনন্দের সহিত ঈশ্বরের সেবা করা, সুতরাং আপনি একজন খ্রীষ্টিয়ান হিসেবে খ্রীষ্টের আনন্দ সকলের সাথে সহভাগিতা করতে পারবেন।