আত্মিক দানগুলি
পবিত্র আত্মা সম্বন্ধে, ‘ভাইয়েরা, আমি চাই না যে, পবিত্র আত্মার দেওয়া দান সম্বন্ধে তোমাদের অজানা থাকে’ পৌল (১ম করিন্থিয় ১২:১পদ)লিখেছেন। খ্রীষ্ট দেহের (মন্ডলীর) জন্য আত্মিক দানগুলি খুবই প্রয়োজনীয়।লেখক রবার্ট ব্রান্ট আমাদের আত্মিক দানগুলি সম্বন্ধে শিক্ষা দিয়েছেন, যা কিনা প্রত্যেক বিশ্বাসীদের কাছে আরও আর্শীবাদের কারণ হয়ে দাড়াবে ও আরও দক্ষতার সাথে খ্রীষ্টের সুসমাচার প্রচার করতে সক্ষম হবেন।