মন্ডলীর পরিচর্যায় খ্রীষ্টিয় তত্বাবধান ও শিক্ষাদান অত্যন্ত প্রয়োজনীয়। শিক্ষাদানের পরিচর্যা আমাদের খ্রীষ্টিয় বিশ্বাসে পরিপক্কতা অর্জনে সাহায্য করে। অন্য লোকদের কাছে সুখবর প্রচারের কাজে আমাদের প্রশিক্ষণ ও প্রস্তুতির ব্যাপারে তা অত্যন্ত সহায়ক। আপনাকে আত্মিক পরিপক্কতা অর্জনের পথে বৃদ্ধি পেতে এবং অধিকতর খ্রীষ্টিয় শিক্ষার প্রয়োজন সম্পর্কে আপনাকে সচেতন হতে সাহায্য করবে। তাছাড়া খ্রীষ্টিয় বিশ্বাসী সম্প্রদায়ের মধ্যে আত্মনির্ভরশীলতা একটি বল বা শক্তি হিসেবে বিদ্যমান রয়েছে। যারা নতুন বিশ্বাসী তাদেরকে বেশী করে জানানো এবং
এই পাঠ আপনি জানতে পারবেন শিষ্য করা হচ্ছে তরুণ বিম্বাসীদের তত্ত্বাবধানের ঐশ্বরিক পদ্ধতি, আর আপনি দেখতে পাবেন যে, মন্ডলীর প্রকৃতি, পরিচর্যার বিভিন্ন দান এবং পবিত্র আত্মা ইত্যাদি ঐশ্বরিক সাহায্যগুলির অন্তর্ভূক্ত। আপনি আরও দেখতে পাবেন যে আত্মিক বৃদ্ধির জন্য তত্ত্বাবধানের লৌকিক দিক তেমনি লৌকিকতা বর্জিত পথও আছে।
এই পাঠে আমরা সহভাগী দলগুলির তাৎপর্য, তারা কিভাবে লোকদের চাহিদা মেটায় এবং কিভাবে সহভাগী দলগুলির সভা আয়োজন ও পরিচালনা করা হবে ইত্যাদি বিষয় আলোচনা করব। আপনি কোন একটি সহভাগী দলে যুক্ত হলে দেখবেন যে তা আপনাকে অন্যদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবার এবং আপনার পক্ষে অন্যদের খ্রীষ্টের মত হতে সাহায্য করবার সুযোগ করে দেয়।
এই কোর্সের সর্বশেষ পাঠে আপনি মন্ডলীর প্রতিপালন পরিচর্যা সম্পর্কে একটা মোটামুটি অধ্যয়ন করবেন। এই পাঠ অধ্যয়ন করে আপনি দেখতে পাবেন মন্ডলীর সাথে সহভাগিতা যেমন আপনাকে আত্মিক পরিপক্কতার পথে বৃদ্ধি পেতে সাহায্য করতে পারে তেমনি তা আপনাকে অন্যদের আত্মিক বৃদ্ধিতে সাহায্য করবার উদ্দেশ্যে ও প্রস্তুত করে তুলতে পারে।