সম্ভবত আপনি মনে করেছিলেন যে খ্রীষ্টের ক্রুশীয় মৃত্যুতেই তা শেষ বা সম্পূর্ণ হয়েছে। না তা না খ্রীষ্ট নিজেই তার মন্ডলীকে সারা বিশ্বে পরিত্রাণের বাণী পৌছে দেওয়ার এই মহান দায়িত্ব দিয়ে গিয়েছেন। লেখক জেসি মেরেন্ডা শিক্ষা দেন যে,মন্ডলীকে যীশু তার কর্মভারের দায়িত্ব বা ক্ষমতা দিয়ে গিয়েছেন যেন ঈশ্বরের পক্ষে কাজ করে। শুধুমাত্র মন্ডলীকে কাজ করতে বলা হয়নি, যার জন্য যীশুখ্রীষ্ট আমাদের সাহায্যকারী হিসেবে পবিত্র আত্মাকে আমাদের মাঝে পাঠিয়েছেন। পবিত্র আত্মা আমাদের কাজের মাধ্যমে এবং পরিপূর্ণ ভাবে ঈশ্বরের পরিকল্পনা পুনরুদ্ধার করে।
মন্ডলীর উচিত জগতের সাথে সম্পূর্ণ জড়িত থাকা। এটি এমন এক মন্ডলী যা পৃথিবীতে পূর্ণ পরিচর্যায় নিয়োজিত। এটি এমন এক মন্ডলী যা পিতা ঈশ্বরের পরিকল্পনা ও খ্রীষ্টের উদ্দেশ্যকে পুরোপুরি কার্যকরী করে তুলেছে। পবিত্র আত্মা তাকে বসবাসের উপযোগী এক মন্দিরে পরিণত করছেন, আর এভাবে পৃথিবীতে ঈশ্বরের উদ্ধার পরিকল্পনা সম্পূর্ণতার পথে এগিয়ে যাচ্ছে।
ঈশ্বরের পরিকল্পনা ও কাজ একজন ব্যক্তি হিসাবে কিভাবে আপনার জীবন দ্বারা সম্পূর্ণ হয় তা দেখানোই এই পাঠটির উদ্দেশ্য। ঈশ্বরের পরিকল্পনার মধ্যে আপনাকে স্থান করে নিতে হবে। তিনি আপনাকে ব্যক্তিগতভাবে তাঁর উদ্ধারকারী পরিচর্যায় আপনি অংশগ্রহণ করতে পারেন। উদ্ধারপ্রাপ্ত লোক হিসাবে ঈশ্বরের পরিকল্পনায আপনি মূল চাবিকাঠি স্বরুপ।