নূতন মন্ডলী স্থাপন
কিভাবে মন্ডলীর শুরু হয় এবং তা বৃদ্ধি পেয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে, নূতন নিয়মে আমরা তার বর্ণনা পাই। লেখক লেরী পেইট দেখান যে নতুন মন্ডলী পবিত্র আত্মার যে পরিচালনা প্রাথমিক মন্ডলীগুলিতে ছিল তার দ্বারা বর্তমান সময়ের জন্য সে সময়কার নীতিমালা ও আদর্শ ,উদ্দেশ্য যা কিনা একটি চার্চের প্রত্যেক সংস্কৃতির এবং দলের নির্দেশনা স্বরুপ কাজ করে থাকে।
যখন দলগতভাবে কিচুলোক সুসমাচারের প্রতি সারা দেয় এবং খ্রীষ্টে বিশ্বাসী হয় তকন পরবর্তী ধাপ হলো তাদের স্থানীয় মন্ডলী হিসাবে খ্রীষ্পের দেহের সংঙ্গে সংযুক্ত করা। এই পাঠে স্বায়ত্ত্ব শাসিত স্থানীয় মন্ডলী গঠনের বিভিন্ন নীতি নিয়ে আলোচনা করব, কিভাবে তা বৃদ্ধি পেতে পারে এবং সুসমাচারও শিক্ষাদানে খ্রীষ্টিয় পরিচর্যা সম্পন্ন করতে পারে।