এই কোর্সে আপনি নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী বাইবেল অধ্যয়ন করতে শিখবেন। প্রথম খন্ডে আপনি অধ্যয়নের পদ্ধতি, বিশেষ বিশেষ শব্দ ও একটি বিষয়ের সংঙ্গে অন্য বিষয়ের সম্পর্কের বিষয় শিখবেন। বাইবেল বিশদভাবে অধ্যয়নের জন্য এগুলি খুবই প্রয়োজনীয়। পরবর্তী খন্ডে সামগ্রিক বা এককভাবে বই-হিসাবে বাইবেল অধ্যয়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই বইয়ের শেষ খন্ডে বাইবেল অধ্যয়নের জন্য জীবন বৃত্তান্ত, ভৌগোলিক, ভক্তি প্রার্থনার জন্য দরকারী বিষয়গুলো আলোচিত হয়েছে। সঠিকভাবে বাইবেল অধ্যয়নের জন্য বইটিতে যথেষ্ট সাহায্য দেওয়া হয়েছে। কিন্তু এর প্রধান যে উদ্দেশ্য তা হল ছাত্রদেরকে আত্মিক উন্নতি সাধন করা, আর এজন্য প্রয়োজনীয় সব বিষয় এতে দেওয়া হয়েছে।
প্রত্যেক খ্রীষ্টি বিশ্বাসীর পক্ষে প্রতিদিন বাইবেল পাঠ এবং প্রার্থনা দ্বারা তাঁর আত্মাকে খাদ্য যোগান প্রয়োজন ও এই জন্য একটি নির্দিষ্ট সময়ও থাকা প্রয়োজন। কিন্তু এই ধরনের শাস্ত্র পাঠ নিয়মিত বা ধারাবাহিক শাস্ত্র অধ্যয়নের স্থান নিতে পারে না। এই কোর্সের সাহায্যে আপনি নিয়মিত বা ধারাবাহিক শাস্ত্র অধ্যয়নের সুযোগ পাবেন।