তাবু, মন্দির এবং প্রাসাদ
রিক হাওয়ার্ড লিখিত এই পাঠ্য বিষয়টিতে আপনি বাইবেলের পুরাতন নিয়ম সম্বন্ধে জানতে পারবেন। এই পুরাতন নিয়মটি সৃষ্টির আরম্ভ থেকেই শুরু হয়েছিল, জল প্লাবনের সময় ও চলছিল এবং এ সময় ঈশ্বর অব্রাহামের বংশধরদের বেছে নিয়েছিলেন, লেখক বাইবেলের পুরাতন নিয়মে লেখা লোকদের সাথে ঈশ্বরের আচার-আচরণ নিয়ে আলোচনা করেছিলেন যাদের কিনা ঈশ্বর এই পৃথিবীতে ব্যবহার করার জন্য পছন্দ ও আর্শীবাদ করেছিলেন। অনেকের নাম, পর্যায় এবং ঘটনাবলি যা কিনা একজনের ঠিকানা জানতে পারা, বিভিন্ন প্রশ্নের মাধ্যমে প্রাসঙ্গিকভাবে বাইবেলের পুরাতন নিয়ম বোঝা যায়।