প্রার্থনা ও উপাসনা

উপাসনা মানে ঈশ্বরের প্রশংসা করা বা তাঁর সেবা করা। এই পাঠ্য বিষয়টির মধ্য দিয়ে আমরা আপনাকে প্রার্থনা ও উপাসনার এক নতুন জীবনের সাথে পরিচয় করিয়ে দেব বা এর মধ্য দিয়ে আপনি এক নতুন জীবনের পরিচয় পাবেন। মনে হবে, যীশু যেন তাদের বলেছিলেন “প্রার্থনা আর উপাসনাকে তোমরা জীবন থেকে আলাদা করতে পারনা। তোমরা কখনই একথা বলতে পারনা, “আমার প্রার্থনা শেষ হয়েছে আমি কাজে যাই । “প্রার্থনা আমাদের জীবনের প্রত্যেকটি বিষয়ের সাথেই জড়ানো। এই কোর্সে প্রার্থনাই উপাসনার প্রস্তুতি এবং যে পথে জীবন-যাপন করলে ঈশ্বর সন্তুষ্ট হন ও তাঁর উদ্দেশ্য পূর্ণ হয়,সেই পথে জীবন যাপন করা-ই উপাসনা।

দেখুন / সম্পূর্ণ কোর্স ডাউনলোড করুন icon দেখুন / পাঠের ভূমিকা ডাউনলোড করুন icon

এই পাঠে আমাদের আলোচনা বিষয় একমাত্র সত্য ঈশ্বর, এবং কিভাবে তাঁর নিকট উপযুক্ত প্রার্থনা করা যায়। যে বিষয় গুলোকে ঈশ্বর মূল্য দিয়ে থাকেন, আমরা সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করবো,যেন আমরা তাঁরই ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করতে পারি।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

প্রার্থনা আরম্ভ করবার আগে আমাদের অবশ্যই বুঝে নিতে হবে আমরা কে, অর্থাৎ আমাদের পরিচয় কি। যদি সত্যই বুঝি আমরা ঈশ্বরের সন্তান, তাহলে তা প্রার্থনার সময় আমাদের আরো বিশ্বাস বা আস্থা এনে দেবে। এটি একটি আশ্চর্যের বিষয় যে, ঈশ্বর আমাদের পিতা, তিনি আমাদের ভালবাসেন, আর আমাদের সকল প্রয়োজন মেটান,

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon


আমরা প্রার্থনা ও উপাসনার কথা বলছি, সুতরাং স্বর্গের কথা কেন? হ্যাঁ এর একটা উপযুক্ত কারণ আছে। ঠিকভাবে প্রার্থনা করতে হলে আমাদের অবশ্যই জানতে হবে আমরা কারা বা আমরা কোন জায়গার লোক। আমার যাঁরা কাছে প্রার্থনা করছি তাঁর সংগে আমাদের সঠিক সম্পর্ক থাকতে হবে। যে সব বিষয়ে আমরা দুজনেই ( ঈশ্বর+আমি ) আগ্রহী সেই সব বিষয় নিয়েই আমাদের কথা বলা উচিত।
স্বর্গরাজ্য হচ্ছে আসল স্থান, যারা তাঁর সন্তান তারাই সেখানেই যেতে পারবে। কেন, আমরা এখন থেকেই এ সম্বন্ধে প্রার্থনা করিনা?

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon


প্রার্থনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? এটা হচ্ছে প্রাধান্যের বিষয়। আমরা প্রার্থনা ও উপাসনার শ্রেষ্ঠ বিষয়গুলি নিয়ে আলোচনা করব।
প্রথমত আমাদের আরাধনা করতে হবে। তারপর আমরা জিঞ্জাসা করতে পারি।কিন্তু মনে রাখবেন, তাঁকে যারা অন্তর দিয়ে খোজে, তিনি তাদের পুরষ্কার দেন। আমরা নিশ্চিত ঈশ্বর তার রাজ্যে আমাদের জন্য সবকিছু রয়েছে।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

বেশীর ভাগ লোকের জীবনেই একটা পরিকল্পনা থাকে। খ্রীষ্টিয়ানরা ঈশ্বরের প্রতাপ খুজতে চায়, তারা চায় ঈশ্বরের রাজ্য আইসুক।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

আপনি কি প্রস্তুত এবং ঈশ্বরের ইচ্ছা বা পরিকল্পনানুযায়ী তাঁর সেবা করতে? ঈশ্বর যা কিছু ব্যবহার করেন যা কিনা আমাদেরকে যীশুর মত হতে এবং তাঁর ইচ্ছা পালন করতে সাহায্য করে । প্রার্থনা আমাদের জানতে সাহায্য করে কেন ঈশ্বর আমাদের জীবনে এসব ঘটিয়ে থাকেন।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

বেশীরভাগ লোকেরা মনে করে যে, তারা যা চায় তা দেওয়াই ঈশ্বরের কাজ। ঈশ্বর নিশ্চয়তা দিয়েছেন যে তিনি আমাদের সকল অভাপ পূরণ করবেন। কিন্তু ঈশ্বর চান যেন শুধু পাবার জন্য নয়, কিন্তু ভালবাসি বলেই যেন অন্তর দিয়ে তাঁকে খুজি।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon


ঈশ্বরের কাছে আমরা যদি পাপচারময় হৃদয় নিয়ে প্রার্থনা করি এবং ঈশ্বরের কাছ থেকে উত্তর আশা করি, এটা কি সম্ভব? আমরা যদি আমার ভাইকে ঘৃণা করি এবং সে সময় কি বাস্তবে ঈম্বরের প্রশংসা করা যায়? আমরা যে লোকদের পছন্দ করি না, তাদের জন্য বাস্তবে কি প্রার্থনা করতে পারি?
প্রার্থনা এবং উপাসনা আমাদের চরিত্র সকলের মধ্যে প্রভাব বিস্তার করে। যদি আমরা আমাদের প্রতিবেশীকে ভালবাসতে না পারি,তাহলে প্রার্থনা ও উপাসনার কি উদ্দেশ্য রয়েছ।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

বিজয়ী খ্রীষ্টিয় জীবন-যাপনের জন্য আমাদেরে ঈশ্বরের শক্তি খুব বেশী প্রয়োজন। প্রার্থনার সময় একটি বিষয় আমাদের বারবার বলতে হবে: “প্রভু আমি নিজে একাজ করতে পারি না। হে প্রভু আমি নিজে একাজ করতে পারি না। এজন্য আমার সাহায্য দরকার।” আমরা যদি বিজয়ী জীবন-যাপন করতে চাই, আমাদের সাহায্যের জন্য অবশ্যই পবিত্র আত্মায় পূর্ণ হতে হবে।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon


বিশ্বাসীদের উৎসাহ নষ্ট করবার জন্য শয়তান সদাই ব্যাস্ত। ঈশ্বর তার লোকদের চারদিকে যে “দেওয়াল” বা “বেড়া” দেন, তা না থাকলে শয়তান সহজেই তাদের বিপথে নিয়ে যেত।
ঈশ্বর জানেন যে পরীক্ষা এবং দুঃখ কষ্ট ছাড়া আমরা আত্মিকভাবে শক্তিশালী হতে পারিনা। তাই তিনি মাঝে মাঝে এই বেড়া খুলে দেন যেন শয়তান আমাদের পরীক্ষা করতে পারে। এটা আমাদের মঙ্গলের জন্য, কিন্তু প্রার্থনা ও উপাসনা দ্বারাই আমরা এই মঙ্গলের বিষয় জানতে পারি।
আসুন দুঃখ-কষ্টকে আমরা আমাদের প্রয়োজনীয় উপকার সাধন করার উপায় হিসাবে গ্রহণ করি এবং এর পিছনে ঈশ্বরের যে মঙ্গল ইচ্ছা আছে তা খুজেঁ বের করি।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon
দেখুন / তথ্য ডাউনলোড করুন icon
দেখুন / তথ্য ডাউনলোড করুন icon
দেখুন / তথ্য ডাউনলোড করুন icon
দেখুন / তথ্য ডাউনলোড করুন icon