নতুন নিয়ম, নতুন সন্ধি বা চুক্তি যা কিনা ঈশ্বরের পুত্রের দ্বারা মানুষ হিসেবে যীশু খ্রীষ্ট্রের মাধ্যমে করা হয়েছিল, কোর্সের এই বিষয়টি লিখেছিলেন জিয়ান বাপতাইস সোয়াদাগো এবং মারসিয়া মাঙ্গার। নূতন নিয়মে জরিপ করে বাস্তবভাবে আমরা দেখতে পাই যে ক্ষমতার সাথে ঈশ্বর আজকের পৃথিবীর মন্ডলীর জন্য কথা বলেছেন,ঐতিহাসিক পটভুমিও তিনি নূতন নিয়মের মধ্যে প্রকাশ করেছেন। নূতন নিয়মের সম্পূর্ণ সত্য এবং এর সঠিক রিতী নিতী পরিস্কারভাবে এই পাঠের মধ্যে দিয়ে আপনাকে বুঝতে সাহায্য করবে। সেই সাথে এই পাঠ অন্যলোকদের কাছে ঈশ্বরের বাক্য তুলে ধরতে আপনার দক্ষতাকে বৃদ্ধি করবে।
এই পাঠে আমরা লূকের সুসমাচারটি ভালমত পড়বো, লূকের সুসমাচারটি হল তৃতীয় সিনোপটিক্ সুসমাচার, যীশু যে শিষ্যকে বেশী ভালবাসতেন সেই শিষ্য যোহন ও সুসমাচার লিখে ছিলেন। যদি আমরা মনোযোগ সহকারে পড়ি তাহলে যীশু ও তাঁর প্রচার কাজ সর্ম্পকে আরো গভীর অন্তদৃষ্টি লাভ করবো, আপনি তাঁকে আরো ভালবাসতে ও তাঁর সেবা করতে আগ্রহী হয়ে উঠবেন।