সত্যের ভিত্তিমূল

আপনি সম্ভবত: ইতিমধ্যেই আবিষ্কার করেছেন যে, পবিত্র শাস্ত্রের শিক্ষাগুলি বিষয় অনুসারে সাজানো হয়নি। উদাহরণ স্বরুপ আদি পুস্তকে কিম্বা বাইবেলের অপর কোনো বইতেই আমরা ঈশ্বরের বিষয়ে পরিপূর্ণ ব্যাখ্যা পাই না। এই জন্য, কোনো একটি বিশেষ বিষয়ের সাথে সম্পর্কিত সমস্ত শিক্ষা লাভ করবার একটি গুরুত্বপূর্ণ পথ হলো সমগ্র বাইবেল অধ্যয়ন করা। লেখক ফ্লুয়েড সি.উডওয়ার্থ, জুনিয়র এবং ডেভিড ডি.ডানকান বাইবেল পড়ার ক্ষেত্রে তিনি লক্ষ্য করেন এই মহাবিশ্ব, এর শাসনকর্তা, প্রজাবর্গ এবং তাদের বিকাশের জন্য ঈশ্বরের মনোনীত কাঠামো সম্পর্কে শাস্ত্র কি শিক্ষা দেয়। ছাত্ররাও আবিষ্কার করতে পারবে শাস্ত্র আমাদের ভবিষ্যত সম্পর্কে কি বলে।

দেখুন / সম্পূর্ণ কোর্স ডাউনলোড করুন icon দেখুন / পাঠের ভূমিকা ডাউনলোড করুন icon

এই পাঠে আপনি পড়বেন আমাদের সৃষ্টিকর্তা এবং তার প্রকৃতি বা স্বভাব।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা ঈশ্বরের নৈতিক বৈশিষ্ট্যগুলো অধ্যয়ন করবো এবং আমরা দেখতে পাব যে, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন তিনি তাঁর সৃষ্টিকে রক্ষা করবার কাজে এবং আমাদেরকে তাঁর রাজ্যে আনয়নের জন্য প্রয়োজনীয় সব কিছু সরবরাহের কাজে সক্রিয় আছেন।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা “ঈশ্বরের প্রতাপের প্রভা ও তাঁর তত্ত্বের মুদ্রাঙ্ক”(ইব্রীয় ১:৩) যীশু খ্রীষ্ট সম্পর্কে মতবাদ আলোচনা করব। আমরা তাঁর সম্পর্কে, তাঁর পৃথিবীর জীবন এবং তিনি কিভাবে পিতার প্রতিফলন ঘটিয়েছেন।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠ অধ্যয়নের ফলে পবিত্র আত্মার ব্যক্তিত্ব ও তাঁর কাজের প্রভাব যেন আপনার জীবনে অধিকতর অর্থবহ হয়ে দেখা যায়। তাছাড়া আমরা পবিত্র আত্মার ফল সম্বন্ধেও পড়বো।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

বাইবেলে স্বর্গদূত সম্বন্ধে অনেক কিছু বলা হয়েছে। এই পাঠে আমরা শিখবো পবিত্র আত্মার চরিত্রের বৈশিষ্ট্যসমূহ। আমরা দেখবো পবিত্র আত্মার সূত্রপাত এবং শয়তানের প্রকৃতি বা বৈশিষ্ট্য এবং তাঁর দুষ্ট আত্মার বিষয়। অবশেষে আমরা শিখতে পারবো যে,সর্বশক্তিমান ঈশ্বরই শযতানের উপর বিজয় লাভ করার বিশ্বাসীদের জন্য একটি শক্তিশালী নির্ভরতা।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা মানব জাতি সম্বন্ধে খেয়াল করবো এবং যারা ঈশ্বরের সর্বময় শাসনের অধীনে আসে তাদের দায়িত্ব ও কর্তব্য এবং অধিকারগুলি কি তা আরও পরিষ্কারভাবে জানতে পারবেন।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

ঈশ্বরের এই গৌরবময় সৃষ্টি পাপের দ্বারা দুষিত ও কলুষিত হয়েছে। পাপের উৎপত্তি ও পরিণতি সম্বন্ধে বাইবেল কি বলে এই পাঠে আমরা তা অধ্যয়ন করব। কিন্তু ঈশরকে ধন্যবাদ যে, এই হতাশাপূর্ণ পর্যায়ে পৌছে আমাদের অধ্যয়ন শেষ করতে হবে না। খ্রীষ্ট মানুষের পাপের জন্য যে সমাধানের ব্যবস্থা করেছেন তা-ও আমরা জানতে পারব।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

বাইবেল হচ্ছে ঈশ্বরের লেখা যা কিনা তিনি আমাদের মাঝে প্রকাশ করলেন। এটির মানে হচ্ছে বিশ্বাসীদের জীবন এবং মন্ডলীর জন্য একটি চরম সুবিধা।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

ঈশ্বর তাঁর গৌরবের জন্য, আমাদের আত্মিক জীবনের পুষ্টি সাধনের জন্য এবং অন্যদের কাছে সুসমাচারের বাণী পৌছে দেবার জন্য যে মাধ্যমটি মনোনীত করেছেন, এই পাঠে আমরা সেই মাধ্যম বা মন্ডলী সম্পর্কে অধ্যয়ন করব। মন্ডলী সম্পর্কে অধ্যয়ন করে আমরা এর প্রকৃত অর্থ বুঝতে পারব এবং আমাদের প্রভু এর উপরে কত বেশী মূল্য আরোপ করেছিলেন, যার ফলে তিনি এর জন্য নিজের জীবন দিয়েছিলেন, তা উপলব্ধি করতে সক্ষম হব।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা বাইবেলের ভাববাণীর পূর্ণতা এবং ঈশ্বরের পরিকল্পনার ভবিষ্যৎ সম্পূর্ণতা সাধন সম্পর্কে জানবো।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon
দেখুন / তথ্য ডাউনলোড করুন icon
দেখুন / তথ্য ডাউনলোড করুন icon
দেখুন / তথ্য ডাউনলোড করুন icon
দেখুন / তথ্য ডাউনলোড করুন icon
দেখুন / তথ্য ডাউনলোড করুন icon