আপনি সম্ভবত: ইতিমধ্যেই আবিষ্কার করেছেন যে, পবিত্র শাস্ত্রের শিক্ষাগুলি বিষয় অনুসারে সাজানো হয়নি। উদাহরণ স্বরুপ আদি পুস্তকে কিম্বা বাইবেলের অপর কোনো বইতেই আমরা ঈশ্বরের বিষয়ে পরিপূর্ণ ব্যাখ্যা পাই না। এই জন্য, কোনো একটি বিশেষ বিষয়ের সাথে সম্পর্কিত সমস্ত শিক্ষা লাভ করবার একটি গুরুত্বপূর্ণ পথ হলো সমগ্র বাইবেল অধ্যয়ন করা। লেখক ফ্লুয়েড সি.উডওয়ার্থ, জুনিয়র এবং ডেভিড ডি.ডানকান বাইবেল পড়ার ক্ষেত্রে তিনি লক্ষ্য করেন এই মহাবিশ্ব, এর শাসনকর্তা, প্রজাবর্গ এবং তাদের বিকাশের জন্য ঈশ্বরের মনোনীত কাঠামো সম্পর্কে শাস্ত্র কি শিক্ষা দেয়। ছাত্ররাও আবিষ্কার করতে পারবে শাস্ত্র আমাদের ভবিষ্যত সম্পর্কে কি বলে।
বাইবেলে স্বর্গদূত সম্বন্ধে অনেক কিছু বলা হয়েছে। এই পাঠে আমরা শিখবো পবিত্র আত্মার চরিত্রের বৈশিষ্ট্যসমূহ। আমরা দেখবো পবিত্র আত্মার সূত্রপাত এবং শয়তানের প্রকৃতি বা বৈশিষ্ট্য এবং তাঁর দুষ্ট আত্মার বিষয়। অবশেষে আমরা শিখতে পারবো যে,সর্বশক্তিমান ঈশ্বরই শযতানের উপর বিজয় লাভ করার বিশ্বাসীদের জন্য একটি শক্তিশালী নির্ভরতা।
ঈশ্বর তাঁর গৌরবের জন্য, আমাদের আত্মিক জীবনের পুষ্টি সাধনের জন্য এবং অন্যদের কাছে সুসমাচারের বাণী পৌছে দেবার জন্য যে মাধ্যমটি মনোনীত করেছেন, এই পাঠে আমরা সেই মাধ্যম বা মন্ডলী সম্পর্কে অধ্যয়ন করব। মন্ডলী সম্পর্কে অধ্যয়ন করে আমরা এর প্রকৃত অর্থ বুঝতে পারব এবং আমাদের প্রভু এর উপরে কত বেশী মূল্য আরোপ করেছিলেন, যার ফলে তিনি এর জন্য নিজের জীবন দিয়েছিলেন, তা উপলব্ধি করতে সক্ষম হব।