খ্রীষ্টিয় জীবনের পূর্ণতা প্রত্যেক বিশ্বাসীর লক্ষ্য এবং লক্ষ্যমাত্রায় পৌছে “খ্রীষ্টের গুরুত্ব সম্পূর্ণরুপে সর্বোচ্চ উচ্চে স্থাপন” (ইফিষীয় ৪:১৩)। এই কোর্সের ১৯২-পৃষ্ঠায়, রিক হাওয়ার্ড শিক্ষা দেন যে যদিও আমরা সম্পূর্ণরুপে খ্রীষ্টের মত হতে পারি না, আমরা আমাদের সর্বোচ্চ লক্ষ্যে পৌছাতে পারি, যা কিনা বাইবেল আমাদের জন্য ঠিক করে রেখেছে,যতক্ষণ না আমরা একটা লক্ষ্য শেষ করার চেয়ে বেশি কিছু অর্জন করতে পারি যেটা কিনা খুবই কম।
ঈশ্বর চান, যেন মানুষের সাথে তার সহভাগিতা দিন দিন আরও বেড়ে ওঠে। মানুষও তাই চায়। মানুষের সঙ্গে ঈশ্বরের এই সহভাগিতা নষ্ট হয়ে গেলেই সে অন্তরে অনুভব করে যে, সে হারিয়ে গেছে।
এই পাঠ্য বিষয় শিখতে পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবেন এবং তা আপনাকে আত্মিকভাবে বেড়ে উঠতে সাহায্য করবে। আবার বেড়ে ওঠার সাথে সাথে আপনি ঈশ্বরের পরিবারের লোক হিসাবে নূতন নূতন অধিকার এবং প্রয়োজনীয় দায়িত্ব সম্বন্ধে সজাগ হয়ে উঠবেন।
আমরা দেখেছি যে, আমাদের স্বর্গীয় পিতা চান, যেন আমরা জীবনে পূর্ণতা লাভ করি এবং তাঁর সহভাগিতা পাই। ঈশ্বর সদাপ্রভু যে উদ্দেশ্য পূর্ণ আমাদেরকে তাঁর সাদৃশ্যে সৃষ্টি করেছেন, আমাদের দিন দিন বেড়ে উঠে সেই উদ্দেশ্য পূর্ণ করা উচিত।
আপনার মনে প্রশ্ন জাগতে পারে, “খ্রীষ্টিয় জীবনে পূর্ণতা কেমন?” আমাদের পাঠের উদ্দেশ্য ও তাই, যা দেখা যায় এমন লক্ষ্যের উপর ভিত্তি করেই আমরা খ্রীষ্টিয় জীবনে পূর্ণতার একটা পারিষ্কার বর্ণনা দিতে চাই ।
বাইবেলের মধ্যে খ্রীষ্টিয় জীবনে পূর্ণতার মূল উদাহরণ প্রভু যীশু খ্রীষ্ট। খ্রীষ্টিয়ান হিসেবে আমাদের যীশু খ্রীষ্টের মত হতে হবে। আর এটিই খ্রীষ্টিয় জীবনে পূর্ণতা লাভ করার সবচেয়ে বড় লক্ষ্য।
এই পাঠে আমরা পড়বো অন্য উপায়ে ও খ্রীষ্টিয়ভাবে বেড়ে ওঠা যায়। এর মধ্যে পরিবার, চাষবাস এবং দালান-কোঠা অন্তর্ভুক্ত। খ্রীষ্টিয় জীবনে পূর্ণতার ধারণাটি কি, তা পরিষ্কারভাবে দেখাই আমাদের উদ্দেশ্য।
যে বিষয়গুলি খ্রীষ্টিয় জীবনে পূর্ণতা লাভ করতে দেরী করিয়ে দেয় অথবা পূর্ণতা লাভের পথ বন্ধ করে দেয়, বাইবেল থেকে সেই বিষয়গুলি দেখানোই হল এই পাঠের উদ্দেশ্য। এই পাঠের অন্য অংশটি আত্মিক দিক দিয়ে বেড়ে উঠতে সাহায্যকারী বিষয়গুলির তালিকা। এই বিষয়গুলি কি, তা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের খ্রীষ্টিয় জীবনকে বাড়িয়ে তোলার জন্য আমরা পবিত্র আত্মা সাথে সহযোগিতা করতে পারব। এই পাঠ থেকে আমরা উৎসাহ ও সাহায্য দুটোই পাই।
মা-বাবা এবং শিক্ষকরা অনেক সময় পুরস্কার দিয়ে আমাদেরকে বেড়ে উঠতে উৎসাহ দিয়ে থাকেন। এই পুরস্কারগুলিকে বলা হয় প্রেরণা। প্রেরণা বেশি কিছু না যা কিনা আমাদের কাজকে আরো গতিশীল করে। খ্রীষ্টিয়ানদের পূর্ণতা লাভের জন্য বাইবেল আমাদেরকে অনেক প্রেরণা দিয়ে থাকে। এই পাঠের মূল উদ্দেশ্য হচ্ছে বাইবেলে যে পুরষ্কারগুলি আমাদের জন্য রয়েছে তার সাথে পরিচয় লাভ করা।
পরিপক্ষ খ্রীষ্টিয়ানরা যদি শিক্ষা গ্রহনের আগ্রহী হয় তাহলে পবিত্র আত্মা তাদের সাথে থাকবে। এই শিক্ষা আমাদিগকে খ্রীষ্টের মত হতে সাহায্য করে। খ্রীষ্টিয়ান হিসাবে যিনি বেড়ে উঠেছেন, তাকে প্রভুর সামনে শেষ পরীক্ষা দেবার জন্য অবশ্যই জেগে থাকতে হবে। পরিবারের পূর্ণ দায়িত্ব পদ আমাদেরকে অবশ্যই নিতে হবে। কিন্তু কিভাবে আমরা এই লক্ষ্যে পৌছাব? এই পাঠটি আমাদের কতকগুলি কাজ ও মনোভাবের কথা বলা হয়েছে।
ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে খ্রীষ্টিয়ানদেরকে একটা মূ্ল্যবান নীতি কথা শেখানো হয়েছে। আমরা যা শিখেছি সেগুলিকে অবশ্যই ঠিক করে কাজে লাগাতে হবে এবং তার পরে আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে। একই শিক্ষা বা বিষয় বার বার উল্লেখ করা উচিৎ নয়। আমরা যেন সব সময়ে শিশু অবস্থায় যে রকম ছিলাম সে রকম না থাকি। আমাদের খ্রীষ্টিয় বিশ্বাসের (অভিজ্ঞতা ভিত্তিকে (মূল বিষয়কে ) খুব শক্তভাবে স্থাপন করতে হবে। আর তার পরেই আমাদের মূল সত্যগুলি ছাড়াও অন্যান্য বিষয়ের উপর কাজ করতে আরম্ভ করতে হবে।
একজন লোক একবার জিজ্ঞাসা করেছিল, “খ্রীষ্টিয়ান হওয়ার জন্য যদি আপনার বিচার করা হয়, তাহলে আপনাকে দোষী প্রমাণ করবার জন্য যথেষ্ট নিদর্শন পাওয়া যাবে? একদিকে বলা যায় যে, সমস্ত জগতটাই একজন উকিল বা বিচারকের মত। অবিশ্বাসীরাও বুঝতে পারে যে, একজন খ্রীষ্টিয়ান যা বলে বা শিক্ষা দেয় ঠিক সেইমত সে জীবন-যাপন করে কিনা। এই পাঠের মধ্যে আমরা পূর্ণতা প্রাপ্ত খ্রীষ্টিয় জীবনের সবচেয়ে ভালো নিদর্শন পাই। আর এর মধ্য দিয়েই বিশ্বাসীর জীবনে যীশু খ্রীষ্টের চরিত্র প্রকাশ পায়।
যে বিশ্বাসী যীশু-খ্রীষ্টের মত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে, তার মধ্যে এর কতগুলি বিশেষ বিশেষ নিদর্শন দেখতে পাওয়া যায়। প্রথমত: তার মধ্যে খ্রীষ্টের পরিবারের সঠিক মিল দেখা যাবে। সে তার অভ্যাস ও মনোভাবের মধ্যে দিয়ে দিন দিন আরো বেশী পরিমানে যীশুর চরিত্র ফুটিয়ে তুলতে আরম্ভ করবে।
বিশ্বাসীর পূর্ণতার দ্বিতীয় এবং আর একটি পরিষ্কার নিদর্শন হল তার কাজ যে বিশ্বাসী দিন দিন বেড়ে উঠেছেন, তিনি একজন কার্যকর বিশ্বাসী। বিশ্বাসীর পূর্ণতা যতই বাড়তে থাকবে তার দায়িত্বভার আরো গ্রহন করতে হবে ।
খ্রীষ্টিয় জীবনে পূর্ণতার লক্ষ্যটি খুবই কঠিন, যীশু খ্রীষ্ট এই পৃথিবীতে থাকাকালে তাঁর জীবনে যে লক্ষ্য তিনি অর্জন করেছিলেন। ঈশ্বর তো আমাদের সামনে কেবল মান বিচার করার মাপকাঠিই রাখেননি, তিনি সেই লক্ষ্যে পৌছাবার জন্য আমাদের সাহায্যও করে থাকেন। দুর্বল লোকদের বেছে নিয়ে, তাদের মধ্যে দিয়ে, নিজের রুপান্তর ক্ষমতা দেখাতেই ঈশ্বর আনন্দ পান। এই ক্ষমতার মধ্য দিয়েই প্রভু যীশু আমাদেরকে আহবান করেন।