বাইবেল পড়ে বুঝুন

এই কোর্সে আপনি নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী বাইবেল অধ্যয়ন করতে শিখবেন। প্রথম খন্ডে আপনি অধ্যয়নের পদ্ধতি, বিশেষ বিশেষ শব্দ ও একটি বিষয়ের সংঙ্গে অন্য বিষয়ের সম্পর্কের বিষয় শিখবেন। বাইবেল বিশদভাবে অধ্যয়নের জন্য এগুলি খুবই প্রয়োজনীয়। পরবর্তী খন্ডে সামগ্রিক বা এককভাবে বই-হিসাবে বাইবেল অধ্যয়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই বইয়ের শেষ খন্ডে বাইবেল অধ্যয়নের জন্য জীবন বৃত্তান্ত, ভৌগোলিক, ভক্তি প্রার্থনার জন্য দরকারী বিষয়গুলো আলোচিত হয়েছে। সঠিকভাবে বাইবেল অধ্যয়নের জন্য বইটিতে যথেষ্ট সাহায্য দেওয়া হয়েছে। কিন্তু এর প্রধান যে উদ্দেশ্য তা হল ছাত্রদেরকে আত্মিক উন্নতি সাধন করা, আর এজন্য প্রয়োজনীয় সব বিষয় এতে দেওয়া হয়েছে।

দেখুন / সম্পূর্ণ কোর্স ডাউনলোড করুন icon দেখুন / পাঠের ভূমিকা ডাউনলোড করুন icon

প্রত্যেক খ্রীষ্টি বিশ্বাসীর পক্ষে প্রতিদিন বাইবেল পাঠ এবং প্রার্থনা দ্বারা তাঁর আত্মাকে খাদ্য যোগান প্রয়োজন ও এই জন্য একটি নির্দিষ্ট সময়ও থাকা প্রয়োজন। কিন্তু এই ধরনের শাস্ত্র পাঠ নিয়মিত বা ধারাবাহিক শাস্ত্র অধ্যয়নের স্থান নিতে পারে না। এই কোর্সের সাহায্যে আপনি নিয়মিত বা ধারাবাহিক শাস্ত্র অধ্যয়নের সুযোগ পাবেন।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আপনি শেখার সহজ পদ্ধতি এবং উপযুক্ত প্রশ্ন জিজ্ঞাসা করবার পদ্ধতি জানবেন।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

অর্থ ব্যাখ্যার কয়েকটি প্রধান বিষয় নিয়ে আলোচনা করাই এই পঠের লক্ষ্য। খ্রীষ্টিয় বিশ্বাস ও মতবাদের অধিকাংশ বিষয়ই আমরা অর্থ ব্যাখ্যার মধ্যে দিয়ে পেয়েছি।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আলংকারিক বা রুপক ভাষার সুন্দর বা মজার ধারণা খুজে পাবেন। বাইবেলের দৃষ্টান্ত, ভাববাণী, নিদর্শন ও প্রতীক এবং কবিতা ইত্যাদিতে আলংকারিক বা রুপক ভাষা ব্যবহার করা হয়েছে।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠগুলো হবে ভবিষ্যতে আপনার সব রকম বাইবেল অধ্যয়নের ভিত্তি।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে শব্দ, কাঠামো, লেখার ধরণ এবং সাহিত্যের রস ইত্যাদি বিস্তারিত ভাবে আলোচনা করা হবে।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠটি আপনাকে বাইবেল পড়ার জন্য কিছু নমুনা দিয়ে থাকবে।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

বাইবেলের লোকগুলি ছিল সত্যিকার মানুষ এবং এসব সত্যিকার লোক নিয়ে অধ্যয়ন করাই হচ্ছে এই অধ্যায়ের বিষয়।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

বিষয় ভিত্তিক অধ্যয়নে বাইবেলের কোন একটা নির্দিষ্ট বিষয় নিয়ে পড়াশুনা করা হয়। কিভাবে বিষয় ভিত্তিক অধ্যয়ন করতে হয়, তা জানলে আপনি বাইবেল আরো ভাল ভাবে বুঝতে পারবেন।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আপনি শিখতে পারবেন কিভাবে ধ্যানমগ্ন হয়ে বাক্যের মাধ্যমে ভক্তি প্রার্থনা অধ্যয়ন করতে হয়। এই বাক্য আপনাকে আত্মিক খাদ্য এবং আধ্যাত্মিক জীবন দান করবে।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon
দেখুন / তথ্য ডাউনলোড করুন icon
দেখুন / তথ্য ডাউনলোড করুন icon
দেখুন / তথ্য ডাউনলোড করুন icon
দেখুন / তথ্য ডাউনলোড করুন icon