যোহনের সুসমাচার

এই কোর্সে যোহন লিখিত সুসমাচারের ধরণ অনুসরণ করা হয়েছে এবং ব্যক্তি যীশুর উপর গুরুত্বারোপ করা হয়েছে। এতে খুব ঘনিষ্ঠভাবে যীশুর জীবনের অনেক ঘটনা, তাঁর শিক্ষা, এবং কিছু বিষয় যা অন্যান্য সুসমাচারে পাওয়া যায় না সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। রেক্স জ্যাকসন লিখিত এই ১৮৪ পৃষ্ঠার কোর্সটির অধ্যায়ের পর অধ্যায় পাঠের মাধ্যমে পাঠকরা যোহন লিখিত সুসমাচার সম্পর্কে জানতে পারবে, যেখানে খ্রীষ্টের জীবনকে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে; যা তাঁর পরিচর্যার সময় শিষ্যরা কাছ থেকে দেখেছিল।

দেখুন / সম্পূর্ণ কোর্স ডাউনলোড করুন icon দেখুন / পাঠের ভূমিকা ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা আলোচনা করব: যোহন নামক এক লোকের মাধ্যমে সুখবর, যোহন সুখবর জানতে পারেন, যোহন লোকদের কাছে সুসমাচার দেন, জীবনের বাক্য, অনন্তকালস্থায়ী বাক্য, আলো ও জীবন, বাক্য মানুষে পরিণত হলেন, যোহন বাপ্তাইজকের বার্তা, ঈশ্বরের মেষশাবক, যীশুর প্রথম শিষ্যগণ, যীশু ফিলিপ ও নথনেলকে আহ্বান জানান।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা আলোচনা করব: কান্না নগরের বিবাহ অনুস্ঠান, যীশু মন্দিরে যান, এবং যীশু সব লোককে জানেন।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা আলোচনা করব: যীশু ও নিকোদীম, নূতন জন্ম, জীবন ক্ষণস্থায়ী, যীশু ও যোহন, এবং যিনি স্বর্গ থেকে এসেছেন।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

৪র্থ পাঠ: যোহন ৪

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা আলোচনা করব: জলাশয়ের কাছে সুস্থতা, পুত্রের কর্ত্তৃত্ব, এবং যীশুর প্রত্যক্ষদর্শীরা।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা আলোচনা করব: যীশু পাঁচ হাজার লোককে খাওয়ান, যীশু জলের উপর দিয়ে হাটেন, লোকেরা যীশুর খোঁজ করে, যীশুই জীবন রুটি, এবং অনন্ত জীবনের বাক্য।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা আলোচনা করব: যীশু ও তাঁর ভাইয়েরা, মন্দিরের ভোজে যীশু, তিনিই কি মোশীহ্?, যীশুকে বন্দী করার জন্য রক্ষী প্রেরণ, জীবন জলের উনুই, লোকদের মধ্যে বিভক্তি, এবং যিহুদী নেতাদের অবিশ্বাস।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা আলোচনা করব: ব্যাভিচারী মহিলা, যীশুই পৃথিবীর আলো, আমি যেখানে যাচ্ছি তোমরা সেখানে যেতে পার না, স্বাধীনতা ও দাসত্ব, এবং যীশু ও অব্রাহাম।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা আলোচনা করব: যীশু একজন জন্মান্ধকে সুস্থ করেন, ফরীশীরা সুস্থতার সমালোচনা করেন, এবং আত্মিক অন্ধতা।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা আলোচনা করব: হারানো মেষের দৃষ্টান্ত, যীশুই উত্তম মেষপালক, এবং যিহুদীরা যীশুকে অগ্রাহ্য করে।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা আলোচনা করব: লাসারের মৃত্যু, যীশুই পুণরুত্থান ও জীবন, যীশু কাঁদেন, লাসারের জীবন দান, এবং যীশুর বিরুদ্ধে ষড়যন্ত্র।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা আলোচনা করব: যীশু বৈথনিয়াতে অভিষেক করেন, লাসারের বিরুদ্ধে ষড়যন্ত্র, যিরুশালেমে বিজয় যাত্রা, কয়েকজন গ্রীক যীশুর অন্বেষণ করেন, যীশু তার মৃত্যুর বিষয়ে বলেন, যিহুদীদের অবিশ্বাস, এবং যীশুর কথার দ্বারা বিচার।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা আলোচনা করব: যীশু তার শিষ্যদের পা ধুইয়ে দেন, যীশুর তার প্রতারকের বিষয়ে ভবিষ্যদবাণী করেন, নূতন আজ্ঞা, এবং যীশু পিতরের অস্বীকারের বিষয়ে ভবিষ্যদবাণী করেন।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা আলোচনা করব: যীশুই পিতার কাছে যাওয়ার পথ, এবং পবিত্র আত্মার প্রতিজ্ঞা।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা আলোচনা করব: যীশুই প্রকৃত দ্রাক্ষালতা, এবং জাগতিক ঘৃণা।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা আলোচনা করব: পবিত্র-আত্মার কাজ, সুখ ও দুঃখ, এবং পৃথিবীর উপর বিজয়।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা আলোচনা করব: যীশু তার শিষ্যদের জণ্য প্রার্থনা করেন, আপনি আমাকে যে মানুষ দিয়েছেন, তাদেরকে সুরক্ষিত রাখুন, যীশু সব বিশ্বাসীদের জন্য প্রার্থনা করেন, হয়তো তারা এক হবে, এবং আমার সাথে খাকুন।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা আলোচনা করব: যীশুকে বন্দী করা হয়, হান্নাসের সম্মুখে যীশু, পিতর যীশুকে অস্বীকার করেন, প্রধান যাজক যীশুকে প্রশ্ন করেন, পিতর দ্বিতীয়বার যীশুকে অস্বীকার করেন, পিলাতের সম্মুখে যীশু, এবং যীশুকে মৃত্যুদন্ডাদেশ দেয়া হয়।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা আলোচনা করব: যীশুকে মৃত্যুদন্ডাদেশ দেয়া হয়, যীশুকে ক্রুশারোপিত করা হয়, যীশুর মৃত্যু, যীশুর কুক্ষিদেশ বিদ্ধ করা হয়, এবং যীশুর কবরে সমাহিত করা হয়।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা আলোচনা করব: শূণ্য কবর, যীশু মগ্দলীনী মরিয়মকে দেখা দেন, যীশু তাঁর শিষ্যদের দেখা দেন, যীশু ও থোমা এবং এই বইয়ের উদ্দেশ্য।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা আলোচনা করব: যীশু সাতজন শিষ্যকে দেখা দেন, যীশু ও পিতর, যীশু ও অন্যান্য শিষ্যরা, এবং উপসংহার।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon