মন্ডলী

এই কোর্সে শুধু মন্ডলীর বর্ণনাই দেয়া নেই, এতে আরো দেয়া আছে খ্রীষ্টের দেহের প্রতিটি সদস্য কিভাবে তাদের শিক্ষা বার বার অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রয়োজনীয় করে তুলতে পারে। ডোনাল্ড স্মিটন লিখিত ১১০ পৃষ্ঠার এই কোর্স, মন্ডলীতে নিজেদের অবস্থান সম্পর্কে বিশ্বাসীদের একটি ভাল ধারণা পেতে সাহায্য করবে এবং খ্রীষ্টের দেহের অপরিহার্য অংশ হিসেবে কিভাবে তাদের সম্ভাবনাসমূহ পূর্ণ করতে তা বুঝতে সাহায্য করবে।

দেখুন / সম্পূর্ণ কোর্স ডাউনলোড করুন icon দেখুন / পাঠের ভূমিকা ডাউনলোড করুন icon


যীশু বলেন: “আমি আমার মন্ডলী গড়ে তুলব, এবং মৃত্যুও তার উপর জয় লাভ করতে পারবে না” (মথি ১৬:১৮) এটি একটি চমৎকার প্রতিজ্ঞা!
পৃথিবীর শুরু থেকেই মন্ডলীর প্রতি ঈশ্বরের একটি পরিকল্পনা ছিল। আমরা দেখব ভবিষ্যতেও ঈশ্বরের পরিকল্পনা বাস্তবায়িত হবে। ঈশ্বরের আমাদের জন্য মহৎ জিনিস তৈরি করে রেখেছেন! যদিও বর্তমানে আমরা সমস্যার মধ্যে আছি, বিশ্বাসের সাথে আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে পারি।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon


১ম পাঠে, আমরা অসীমের দৃষ্টিকোন থেকে মন্ডলী নিয়ে পর্যালোচনা করেছি। ঈশ্বর মন্ডলীর পরিকল্পনার করেছিলেন এবং এখন তিনি তাঁর মন্ডলীতে কাজ করছেন। একদিন ঈশ্বর মন্ডলীর জন্য তাঁর পরিকল্পিত কাজ শেষ করবেন। যীশু আবার পৃথিবীতে আসবেন এবং তিনি মন্ডলীকে নিয়ে স্বর্গে যাবেন।
এখন, আমরা পৃথিবীর দৃষ্টিকোন থেকে মন্ডলী নিয়ে পর্যালোচনা করব। যখন যীশু বলেছেন, “আমি আমার মন্ডলী গড়ে তুলব“, তখন তিনি পৃথিবীর কথাই বলেছেন। এই পাঠে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব পঞ্চাশত্তমীর দিন থেকে বর্তমান পর্যন্ত কি ঘটেছে।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

যীশু বলেছেন, “আমি আমার মন্ডলী গড়ে তুলব” (মথি ১৬:১৮)। মন্ডলী শব্দটি দ্বারা তিনি কি বুঝিয়েছেন? তাঁর এই কথার দ্বারা শিষ্যরা কি বুঝেছে?

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon


পূর্বে আমরা মন্ডলী নিয়ে অনেক আলোচনা করেছি। আমরা মন্ডলী শব্দটির অর্থ নিয়েও আলোচনা করেছি। সুতরাং আমরা বর্তমান নিয়ে আলোচনার জণ্য প্রস্তুত। আমরা অতীতে বাস করি না। আমরা বর্তমানে বাস করি।
মন্ডলীর অর্থ আমার কাছে কি গুরুত্ব বহন করে? এই পাঠে আমরা মন্ডলী এবং আপনাকে নিয়ে আলোচনা করব। এটি একটি ব্যক্তিগত পাঠ। এটি এই বইয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon


শুধুমাত্র বিশ্বাসীরাই ঈশ্বরের মন্ডলীর সত্যিকার সদস্য। পূর্বের পাঠে, আমরা দেখেছি যে বিশ্বাসীদের অনেক নামে ডাকা হয়। তাদেরকে শিষ্য, সাধু, ভাই এবং খ্রীস্টিয়ান নামে ডাকা হয়। প্রতিটি নামই তাদের সম্পর্কে আমাদের কাছে কিছু প্রকাশ করে।
একইভাবে, মন্ডলীকেও বিভিন্ন নামে ডাকা হয়। প্রতিটি নামই মন্ডলী সম্পর্কে কিছু প্রকাশ করে। বাইবেলে প্রায়ই মন্ডলীকে বলা হয়েছে দেহের মত। এই পাঠে আমরা একথার অর্থ আলোচনা করব।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon


পূর্বের পাঠে আমরা আলোচনা করেছি মন্ডলী কিভাবে দেহের মত। আমরা দেখেছি একে অন্য থেকে আলাদা হলেও তাদের মধ্যে একতা আছে। আমরা এই বিবেচনায় পাঠটি শেষ করেছি যে আমরা অন্যদের জন্য কিছু করতে পারি।
এই পাঠের বিষয়বস্তুও একই রকম। অন্য বিশ্বাসীদের প্রতি আমাদের কিছু কর্তব্য আছে। যদি আমরা অন্যদের সাহায্য না করি বা শক্তি না যোগাই তাহলে তাদের মনে দুঃখ দেই। এই পাঠ আপনাকে খ্রীষ্টের দেহের অংশ হিসেবে আপনার কাজ করতে সাহায্য করবে।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon


পূর্বের পাঠে আমরা দেখেছি যে, প্রত্যেক বিশ্বাসীর অন্য বিশ্বাসীদের প্রতি কর্তব্য রয়েছে। প্রত্যেক বিশ্বাসীই ঈশ্বরের পরিবারের সদস্য। খ্রীষ্টিয়ানদের খ্রীষ্টেতে ভাই বোনদের প্রতি একটি বিশেষ যোগাযোগ রয়েছে।
কিন্তু অবিশ্বাসীদের প্রতিও মন্ডলীর একটি দায়িত্ব রয়েছে। একজন খ্রীষ্টিয়ানের কখনই মন্ডলীর বাইরের কথা ভুলে যাওয়া উচিত না। এই পাঠে আমরা অবিশ্বাসীদের প্রতি বিশ্বাসীদের কর্তব্য সম্পর্কে আলোচনা করব।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা আলোচনা করব, ঈশ্বরের সেবা করা ও বাধ্য থাকার জণ্য মন্ডলী কি করে।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon
দেখুন / তথ্য ডাউনলোড করুন icon
দেখুন / তথ্য ডাউনলোড করুন icon