আপনার সাহায্যকারী বন্ধু

সবারই বন্ধুর প্রয়োজন হয় এবং যেসব বন্ধু বিপদের সময় পাশে থাকে সবাই যেসব বিশেষ বন্ধুদের মূল্যায়ন করে। পবিত্র-আত্মায় আমাদের প্রত্যেকেরই একজন বিশেষ বন্ধু আছে, এবং লুইস জেটার ওয়াকার লিখিত ১৪৪ পৃষ্ঠার এই কোর্সে সেই বিশেষ বন্ধুর কথা বলা হয়েছে। এই কোর্স পাঠ করার পর অনেক শিক্ষার্থী পবিত্র-আত্মায় পরিপূর্ণ হয়েছে।

দেখুন / সম্পূর্ণ কোর্স ডাউনলোড করুন icon দেখুন / পাঠের ভূমিকা ডাউনলোড করুন icon


পৃথিবীর ইতিহাসের যে কোন সময় থেকে বর্তমানে মানুষ পবিত্র-আত্মা এবং তাঁর কাজ বেশি নিয়ে কথা বলছে। মানুষ আবিষ্কার করেছে তিনি শুধু একটি প্রভাব নয় বরং একজন ব্যক্তি।
এই পাঠ আপনাকে জানতে সাহায্য করবে: পবিত্র-আত্মা কে, পবিত্র-আত্মা কিভাবে আপনার বন্ধু হতে পারেন এবং পবিত্র-আত্মা কে এবং তাঁর কাজ কি সে বিষয়ে ৭টি বিশেষ শিরোনাম।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

পবিত্র-আত্মা কেন এসেছিলেন? পঞ্চাশত্তমীর লেখক, মেলভিন এল. হোজ বলেন, তিনি এসেছিলেন যেন আমরা ঈশ্বরের চিন্তা-ভাবনা নিয়ে চিন্তা করতে পারি। আমাদের স্বাভাবিক চিন্তা-ভাবনা আত্মকেন্দ্রিক। আমরা নিজেদের নিয়ে চিন্তা করি; ঈশ্বর অন্যদের নিয়ে চিন্তা করেন। সুতরাং ঈশ্বরের চিন্তা অনুযায়ী চিন্তা করতে হলে আমাদের অবশ্যই কিছু পরিবর্তনা আনতে হবে। এই পরিবর্তন আনার জন্যই পবিত্র-আত্মা এসেছিলেন।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon


পবিত্র-আত্মায় পরিপূর্ণ একজন শিক্ষার্থী লিখেছেন: “প্রার্থনায় একধরণের নতুনত্ব আছে, যে নতুনত্ব আমাদের জন্য যারা অগাধ বিশ্বাসে জীবন যাপন শুরু করেছি।“
এই পাঠ আপনাকে জানতে সাহায্য করবে: প্রার্থনা সম্পর্কে গুরুত্বপূর্ণ সত্য যা পবিত্র-আত্মা আপনাকে শিক্ষা দেন, পবিত্র-আত্মার অনুপ্রেরণায় নতুনভাবে এবং গভীরভাবে ঈশ্বরের প্রশংসা করা, আপনি যখন পবিত্র-আত্মাকে আপনার মধ্য দিয়ে প্রার্থনা করার সুযোগ দেন তখন কি ঘটে তার বর্ণনা।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon


পবিত্র-আত্মা আমাদের সত্য জানাতে এসেছেন। কিন্তু যদি আমরা সত্যের বাক্য-বাইবেল অবহেলা করি তাহলে কিভাবে তিনি আমাদের শিক্ষা দিবেন? তিনি আমাদের বোঝার শক্তি এবং প্রার্থনার করার শক্তি দিতে এসেছেন। কিন্ত যদি আমরা আমাদের বিশ্বাস সম্পর্কে নীরব থাকি এবং প্রার্থনা করতে অবহেলা করি তাহলে কিভাবে তিনি এই মহৎ কাজ শেষ করবেন?
পবিত্র-আত্মায় পথ চলা মানে পবিত্র-আত্মাকে আপনাকে পরিচালনা করার সুযোগ দেয়া। কিন্তু ঠিক কিভাবে তিনি আমাদের পরিচালনা দেন? এই পাঠে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেয়া আছে।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon


পবিত্র-আত্মা ছাড়া খ্রীস্টিয় জীবন একটি খোলসের মত, বাইরের দিক দিয়ে সুন্দর কিন্তু প্রাণহীন, মৃত। শুধুমাত্র ঈশ্বর অগ্নিশিখা জ্বালাতে পারেন। বাইবেল প্রতিজ্ঞায় পরিপূর্ণ এবং আমাদের অনুপ্রাণিত করে যাতে আমরা পূর্ণ আত্মবিশ্বাসের সাথে এইসব প্রতিজ্ঞা গ্রহণের জণ্য ঈশ্বরের দিকে অগ্রসর হই।
এই পাঠ আপনাকে জানতে সাহায্য করবে: পবিত্র-আত্মা আপনাকে যে শক্তি দেবে তার উদ্দেশ্য, পবিত্র-আত্মায় বাপ্তিস্ম সম্পর্কে বাইবেল কি বলে, পবিত্র-আত্মার উপস্থিতির ফলে বিশ্বাসীদের জীবনে যেসব লক্ষণ দেখা যায় সেগুলোর বর্ণনা।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon


আমরা জেনেছি যে পবিত্র-আত্মা হল একটি উপহার। কখন আমরা উপহারটি গ্র্রহণ করার জন্য প্রস্তুত হই?
প্রথমত: আমাদের নিশ্চিত হতে হবে যে পবিত্র-আত্মায় পূর্ণ হওয়া সম্ভব। আমাদের বুঝতে হবে এটি অস্বাভাবিক বা অদ্ভুদ কিছু না। আমাদের বুঝতে হবে যে এটি ঈশ্বরের উপযুক্ত কাজ।
দ্বিতীয়ত: পবিত্র-আত্মায় পূর্ণ হওয়ার জন্য আমাদের আকাঙ্খা থাকতে হবে। আমরা কি সত্যিই পবিত্র-আত্মাকে আমাদের জীবনের প্রভু বানাতে প্রস্তুত? যদি তা পারি, তাহলেই আমরা পবিত্র-আত্মায় পূর্ণ হওয়ার জন্য প্রস্তুত।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon
দেখুন / তথ্য ডাউনলোড করুন icon