ফলবান জীবন যাপন

একটি সুন্দর চরিত্র নিজে নিজেই বা ঘটনা চক্রেই সৃষ্টি হয়ে যায় না। পবিত্র আত্মা বিশ্বাসীর জীবনে যখন তাঁর ফলগুলি উৎপন্ন করেন তখনই খ্রীষ্টিয় চরিত্রের বিকাশ সাধন হয়। গালাতীয় ৫:২২-২৩ পদে আত্মার যে ফলগুলির বর্ণনা দেওয়া হয়েছে সেগুলি আমাদের জীবনে পবিত্র আত্মার উপস্থিতিরই পরিণাম। লেখক আন্তনীয় গিলবার্তো ডি সিলভা গালাতীয় ৫ অধ্যায় ও এর সাথে সম্পর্কযুক্ত অন্যান্য পদের উপর ভিত্তি করে লেখা একটি ব্যবহারিক পাঠ্যক্রম। এই কোর্সে মূলত জোর দেওয়া হয়েছে প্রেম, আনন্দ,শান্তি, ধৈর্য্য, মাধুর্য্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা এবং আত্মদমনের আশাজনক উন্নতিরধরণ এবং এতে লাভ হল খ্রীষ্টিয়ানদের মধ্যে সুসম্পর্ক এবং সেবা সৃষ্টি করা।

দেখুন / সম্পূর্ণ কোর্স ডাউনলোড করুন icon দেখুন / সম্পূর্ণ কোর্স ডাউনলোড করুন icon

এই পাঠে আপনি জানতে পারবেন বাইবেল আত্মার ফল সম্বন্ধে আমাদের কি বলেন যা হচ্ছে খ্রীষ্টিয়ানদের চরিত্র, এবং কিভাবে পবিত্র আত্মার শক্তি আমাদের জীবনে প্রয়োগ করা যায়, সেজন্য ঈশ্বরকে সম্মান করা উচিত।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

আত্মার ফল হিসাবে পেমের অর্থ এবং বিশ্বাসীর জীবনে তা কিভাবে প্রকাশিত হয় সে সম্পর্কে এই পাঠে আলোচনা করা হবে। পেমের ফলটি যতই আপনার জীবনে বৃদ্ধি লাভ করবে ততই আপনি খ্রীষ্টের মত প্রেম প্রকাশ করতে পারবেন।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আপনি দেখতে পাবেন যে আত্মিক আনন্দের ফল পবিত্র আত্মা আমাদের জীবনে উৎপন্ন করেন তখনই, যখন আমরা খ্রীষ্টে আমাদের স্থান উপলব্দি করি; যখন আমরা ঈশ্বরকে আমাদের মাধ্যমে অলৌকিক কাজগুলি করতে দেখি; এবং যখন আমরা তাঁর সাথে আমাদের গৌরবময় অনন্তকালীন আবাদের জন্য নিজেদের প্রস্তুত করি।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা আমাদের শান্তির উৎস সম্পর্কে লক্ষ্য করব, যা পবিত্র আত্মা আমাদের জীবনে উৎপন্ন করেন। আপনি দেখতে পাবেন যে, জীবনের সমস্ত কঠিন পরিস্থিতির মধ্যেও আপনার পক্ষে শান্তি ও স্বস্তি লাভ করা সম্ভব। যারা ঈশ্বরের উপরে তাদের সম্পূর্ণ আস্থা স্থাপন করে তাদের উপরে ঈশ্বরের প্রেম পরিপূর্ণ শান্তি আনয়ন করে।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠটি আপনাকে ধৈর্য্যের গুরুত্ব উপলব্দি করতে সাহায্য করবে এবং এই ফল উৎপন্নকারী হিসাবে পবিত্র আত্মার সাথে সহযোগিতা করবার পথ আপনাকে দেখিয়ে দেবে। দীর্ঘসহিষ্ণুতা সহ্যগুণের ফল-অর্থাৎ বিশ্বাসে দৃঢ়ভাবে বন্ধন থাকা, নিরুপায় অবস্থায় ও অবিচল থাকা- সদাপ্রভুর অপেক্ষায় থাকা।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

দয়ার স্বভাবকে আমরা সাধারণত: এক ব্যক্তির দ্বারা অন্য এক ব্যক্তির প্রতি ভালবাসার প্রকাশরুপে এবং ভাল স্বভাবকে নির্মল একটি গুণ হিসেবে দেখে থাকি। এই পাঠে আমরা দেখতে পাব যে এই বিশেষণ দুটির বাইবেলগত ব্যবহার যা বর্তমান সময়ের অপেক্ষাকৃত সাধারণ ব্যবহার থেকে কিছুটা ভিন্ন, এবং ভালবাসা প্রকাশের অনেক বিষয়ই দয়ার স্বভাব এবং ভাল স্বভাবের অন্তর্ভুক্ত। পবিত্র আত্মা অমাদেরকে মাধুর্য্য ও মঙ্গল স্বভাব দেন, যীশু-খ্রীষ্টের ভালবাসা সাথে নিয়ে সারা বিশ্বকে পরিচালনা দিতে সাহায্য করেন।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আপনি জানতে পারবেন যে, বিশ্বাসের বিভিন্ন দিক আছে, এবং এদের একটি হচ্ছে পবিত্র আত্মার ফল হিসেবে উৎপন্ন বিশ্বস্ততা । আপনার বিশ্বস্ততার দ্বারাই আপনার বিশ্বাস প্রমাণিত হয়। এর ভিত্তি হল ঈশ্বরের উপরে বিশ্বাস এবং তাঁর উপরে গভীর ও স্থায়ী আস্থা, যা আপনাকে জীবনের সকল পরিস্থিতিকে শক্তি ও সমর্থন দান করবে। আপনার বিশ্বাসযোগ্যতা ও অবিচল খ্রীষ্টিয় জীবন যাপনের মধ্যে তা প্রকাশিত হয়। এই পাঠখানি ঈশ্বরের রাজ্যে আপনাকে বিশ্বস্ততা অনুসন্ধানে সাহায্য করবে এবং পবিত্র আত্মাকে এই ফলটি আপনার মধ্যে আরও বেশী পরিমাণে উৎপাদনের সুযোগ দেবার জন্য আপনাকে উৎসাহ দান করবে।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠখানি আপনাকে পবিত্র আত্মার ফল হিসেবে নম্রতার গুরুত্ব বুঝতে সাহায্য করবে। একটি বিশ্বস্ত ভেড়ার মতই, সর্বদা আপনার প্রভুকে অনুসরণ করে চলুন।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা পবিত্র আত্মার নয়টি সর্বশেষ দান-নিজেকে দমন সম্পর্কে দেখব। এটি কঠোর নিয়মানুবর্তিতার ফল। যে ব্যক্তি তাকে যীশুর সদৃশ করে তোলবার জন্য পবিত্র আত্মাকে পূর্ণ সুযোগ দেন তার জীবনের প্রতিটি ক্ষেত্রে আত্মসংযম (নিজেকে দমন) দৃষ্ট হবে।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই সর্বশেষ পাঠে আমরা পবিত্র আত্মার নয়টি বরদান পুন-পরীক্ষণ করব এবং পুরাতন নিয়মের ব্যবস্থা, খ্রীষ্টিয় স্বাধীনতা এবং পবিত্র আত্মার ফলের মধ্যকার সম্পর্ক লক্ষ্য করব। বহু বিষয়ের বিরুদ্ধে অনেক আইন কানুন রয়েছে, কিন্তু ফলবহন করা বা খ্রীষ্টের সদৃশ হওয়ার বিরুদ্ধে কোন আইন নেই। পবিত্র আত্মাকে আপনার জীবনে কাজ করতে দিন যেন তা প্রচুর ফলে ফলবান এক সুস্থ শাখা স্বরুপ হয়।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon
দেখুন / তথ্য ডাউনলোড করুন icon
দেখুন / তথ্য ডাউনলোড করুন icon
দেখুন / তথ্য ডাউনলোড করুন icon