আত্মিক দানগুলি

পবিত্র আত্মা সম্বন্ধে, ‘ভাইয়েরা, আমি চাই না যে, পবিত্র আত্মার দেওয়া দান সম্বন্ধে তোমাদের অজানা থাকে’ পৌল (১ম করিন্থিয় ১২:১পদ)লিখেছেন। খ্রীষ্ট দেহের (মন্ডলীর) জন্য আত্মিক দানগুলি খুবই প্রয়োজনীয়।লেখক রবার্ট ব্রান্ট আমাদের আত্মিক দানগুলি সম্বন্ধে শিক্ষা দিয়েছেন, যা কিনা প্রত্যেক বিশ্বাসীদের কাছে আরও আর্শীবাদের কারণ হয়ে দাড়াবে ও আরও দক্ষতার সাথে খ্রীষ্টের সুসমাচার প্রচার করতে সক্ষম হবেন।

দেখুন / সম্পূর্ণ কোর্স ডাউনলোড করুন icon দেখুন / পাঠের ভূমিকা ডাউনলোড করুন icon

ঈশ্বরের নিকট এবং তাঁর মন্ডলীর অন্যান্য সদস্যদের বা অংশগুলির কাছে আপনি খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া, আপনি আরো জানতে পারবেন যে, আপনার জন্য তাঁর একটা বিশেষ দান আছে, আর সেটির সদ্ব্যবহারের জন্য ঈশ্বর আপনার উপর নির্ভর করেন।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠের একটা বড় আনন্দের বিষয় হলো, ঈশ্বর আপনাকে যে সব আত্মিক দান দিয়েছেন, তা যদি জানতে পারেন, তাহলে সেটির উন্নতির জন্য চেষ্টা করতে পারবেন এবং আরো ভালভাবে ব্যবহার করতে পারবেন, যেন, যে উদ্দেশ্যে সেটি দেওয়া হয়েছে, তা সফল হয়।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা দানগুলির নির্দিষ্ট সীমা এবং কাজ সম্পর্কে জানতে পারব। আমরা জানতে পারব মন্ডলীকে গড়ে তুলবার জন্য প্রতিটি দান কিভাবে কাজ করে।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা সুখবর বা সুসমাচার প্রচারক এবং পালক-শিক্ষক নামে পরিচিত দানগুলির বিষয় জানতে পারব।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

আমরা অন্য যে সব দানগুলি পড়েছি তাছাড়া পরিচর্যার কিছু দান রয়েছে। এই পাঠে আমরা অন্যান্য দানগুলি সম্বন্ধে জানব এবং অনেক বিশ্বাসীর সে দানগুলি রয়েছে।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা পরিচর্যার আরও চারটি অন্যান্য দান সম্বন্ধে পড়ব। এদের প্রত্যেকটির এক একটি গুরুত্বপূর্ণ কাজ এবং উদ্দেশ্য রযেছে।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা সবচেয়ে শেষের দানগুলি নিয়ে আলোচনা করব। এগুলিকে বলা হয় পবিত্র আত্মার বর দান। এদের প্রত্যেকটি দানই পবিত্র আত্মা আমাদেরকে দিয়ে থাকেন এবং এই দানগুলির কোনটিই মানুষের সাধারণ ক্ষমতা অথবা গুণের মধ্য দিয়ে পাওয়া সম্ভব নয়।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা পবিত্র আত্মার আরো তিনটি দান নিয়ে পড়ব।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

শেষের এই পাঠটিতে আমরা ১করিন্থীয় ১২;৮-১০ পদের শেষ তিনটি দানের বিষয় শিখবো। আমরা বিভিন্ন ভাষায় কথা বলবার দানটির উপরই বিশেষ দৃষ্টি দিতে চাই, কারণ আজকের পৃথিবীতে এই দানটি খুবই পরিচিত।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon
দেখুন / তথ্য ডাউনলোড করুন icon
দেখুন / তথ্য ডাউনলোড করুন icon
দেখুন / তথ্য ডাউনলোড করুন icon
দেখুন / তথ্য ডাউনলোড করুন icon