খ্রীষ্টিয় বৃদ্ধিতে সাহায্য করা

মন্ডলীর পরিচর্যায় খ্রীষ্টিয় তত্বাবধান ও শিক্ষাদান অত্যন্ত প্রয়োজনীয়। শিক্ষাদানের পরিচর্যা আমাদের খ্রীষ্টিয় বিশ্বাসে পরিপক্কতা অর্জনে সাহায্য করে। অন্য লোকদের কাছে সুখবর প্রচারের কাজে আমাদের প্রশিক্ষণ ও প্রস্তুতির ব্যাপারে তা অত্যন্ত সহায়ক। আপনাকে আত্মিক পরিপক্কতা অর্জনের পথে বৃদ্ধি পেতে এবং অধিকতর খ্রীষ্টিয় শিক্ষার প্রয়োজন সম্পর্কে আপনাকে সচেতন হতে সাহায্য করবে। তাছাড়া খ্রীষ্টিয় বিশ্বাসী সম্প্রদায়ের মধ্যে আত্মনির্ভরশীলতা একটি বল বা শক্তি হিসেবে বিদ্যমান রয়েছে। যারা নতুন বিশ্বাসী তাদেরকে বেশী করে জানানো এবং

দেখুন / সম্পূর্ণ কোর্স ডাউনলোড করুন icon দেখুন / পাঠের ভূমিকা ডাউনলোড করুন icon

এই পাঠে আপনি জানতে পারবেন যে নতুন আত্মিক জীবনের বৃদ্ধির জন্যে তাকে অবশ্যই পরিপুষ্ট হতে হবে, আর আত্মিক বৃদ্ধিকে পরিপুষ্ট করবার জন্য ক কি প্রয়োজন তাও আপনি জানতে পারবেন।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আপনি দেখবেন যে, আত্মিক বৃদ্ধির চূড়ান্ত লক্ষ্য হচ্ছে খ্রীষ্টের সাদৃশ্য অর্জন করা। আর এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট কয়েকটি উপাদান সম্পর্কে বাইবেল কি শিক্ষা দেয় তা-ও আপনি জানতে পারবেন। এই পাঠে আপনি যে জ্ঞান লাভ করবেন অন্যদের আত্মিক বৃদ্ধিতে সাহায্য করবার কাজে তা খুবই উপকারে আসবে।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠ আপনি জানতে পারবেন শিষ্য করা হচ্ছে তরুণ বিম্বাসীদের তত্ত্বাবধানের ঐশ্বরিক পদ্ধতি, আর আপনি দেখতে পাবেন যে, মন্ডলীর প্রকৃতি, পরিচর্যার বিভিন্ন দান এবং পবিত্র আত্মা ইত্যাদি ঐশ্বরিক সাহায্যগুলির অন্তর্ভূক্ত। আপনি আরও দেখতে পাবেন যে আত্মিক বৃদ্ধির জন্য তত্ত্বাবধানের লৌকিক দিক তেমনি লৌকিকতা বর্জিত পথও আছে।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

লোকেরা কিভাবে জ্ঞানার্জন করে এই পাঠে আপনি তা অধ্যয়ন করবেন; আর আপনি জানতে পারবেন যে, সত্য আবিষ্কার করা এবং আচরণে উপযুক্ত পরিবর্তন আনয়নের জন্য সেই সত্য অনুযায়ী কাজ করা জ্ঞানার্জনের অন্তর্ভুক্ত।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এ পাঠে আপনি শিক্ষার্থীদের বিষয়ে বিভিন্ন তথ্যাবলী জানবেন যা আপনাকে তাদের বৃদ্ধি ও এর সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহ দান করতে সাহায্য করবে।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আপনি লৌকিকতা বর্জিত খ্রীষ্টিয় তত্ত্বাবধান সম্পর্কে আরও অধ্যয়ন করবেন। অন্যদের সাথে একাত্মতা এবং পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে জ্ঞানার্জনের মূল্য কি তা আপনি শিক্ষা লাভ করবেন। আর খ্রীষ্টিয় তত্ত্বাবধানের গুরুত্বপূর্ণ আদর্শ কারা তাও আপনি আবিষ্কার করবেন।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আপনি যে বিষয়গুলি অধ্যয়ন করবেন সেগুলি হল: শিক্ষাদান কার্য, আবিষ্কারমূলক বাইবেল অধ্যয়নের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলি, কিভাবে পরিচয়মূলক বাইবেল অধ্যয়ন করতে হয়, এবং কিভাবে অর্থপূর্ণ শিক্ষামূলক কার্যাবলির পরিকল্পনা করতে হয়।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

পরিবারে মধ্যে যে প্রতিপালন কার্য সাধিত হয় এই পাঠখানি সেই সম্পর্কে। প্রতিপালনের উদ্দেশ্য হল সম্পূর্ণরুপে বিকশিত ও পরিপক্ক হয়ে খ্রীষ্টের সদৃশ হতে সাহায্য করা।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা সহভাগী দলগুলির তাৎপর্য, তারা কিভাবে লোকদের চাহিদা মেটায় এবং কিভাবে সহভাগী দলগুলির সভা আয়োজন ও পরিচালনা করা হবে ইত্যাদি বিষয় আলোচনা করব। আপনি কোন একটি সহভাগী দলে যুক্ত হলে দেখবেন যে তা আপনাকে অন্যদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবার এবং আপনার পক্ষে অন্যদের খ্রীষ্টের মত হতে সাহায্য করবার সুযোগ করে দেয়।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই কোর্সের সর্বশেষ পাঠে আপনি মন্ডলীর প্রতিপালন পরিচর্যা সম্পর্কে একটা মোটামুটি অধ্যয়ন করবেন। এই পাঠ অধ্যয়ন করে আপনি দেখতে পাবেন মন্ডলীর সাথে সহভাগিতা যেমন আপনাকে আত্মিক পরিপক্কতার পথে বৃদ্ধি পেতে সাহায্য করতে পারে তেমনি তা আপনাকে অন্যদের আত্মিক বৃদ্ধিতে সাহায্য করবার উদ্দেশ্যে ও প্রস্তুত করে তুলতে পারে।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon
দেখুন / তথ্য ডাউনলোড করুন icon
দেখুন / তথ্য ডাউনলোড করুন icon