খ্রীষ্টিয় মন্ডলীর পরিচর্যা

সম্ভবত আপনি মনে করেছিলেন যে খ্রীষ্টের ক্রুশীয় মৃত্যুতেই তা শেষ বা সম্পূর্ণ হয়েছে। না তা না খ্রীষ্ট নিজেই তার মন্ডলীকে সারা বিশ্বে পরিত্রাণের বাণী পৌছে দেওয়ার এই মহান দায়িত্ব দিয়ে গিয়েছেন। লেখক জেসি মেরেন্ডা শিক্ষা দেন যে,মন্ডলীকে যীশু তার কর্মভারের দায়িত্ব বা ক্ষমতা দিয়ে গিয়েছেন যেন ঈশ্বরের পক্ষে কাজ করে। শুধুমাত্র মন্ডলীকে কাজ করতে বলা হয়নি, যার জন্য যীশুখ্রীষ্ট আমাদের সাহায্যকারী হিসেবে পবিত্র আত্মাকে আমাদের মাঝে পাঠিয়েছেন। পবিত্র আত্মা আমাদের কাজের মাধ্যমে এবং পরিপূর্ণ ভাবে ঈশ্বরের পরিকল্পনা পুনরুদ্ধার করে।

দেখুন / সম্পূর্ণ কোর্স ডাউনলোড করুন icon দেখুন / পাঠের ভূমিকা ডাউনলোড করুন icon

এই পাঠে আপনি দেখতে পাবেন, কিভাবে জগতে পাপ প্রবেশ করল এবং জগতকে তা আজ কিভাবে প্রভাবিত করছে। আমাদের এই পাপ দূর করবার জন্য ঈশ্বর তাঁর প্রিয় পুত্রকে বলিরুপে দান করলেন।এবং আমাদেরকে তাঁর বাক্য বহন বা প্রচার করার ক্ষমতা বা অধিকার দেওয়া হয়েছে যারা এখন ও পাপের পথে রয়েছে তাদের ফিরিয়ে আনার জন্য ।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

জগতের পরিত্রাণের জন্য ঈশ্বরের পরিকল্পনা রয়েছে। এই উদ্ধার পরিকল্পনায় আমরা পিতা, পুত্র ও পবিত্র আত্মাকে পাপের বিরুদ্ধে যুদ্ধ করতে যেতে দেখতে পাই। মানুষকে তাঁর সহভাগিতায় ফিরিয়ে আনবার জন্য ঈশ্বরের পরিকল্পনা সঠিকভাবে এগিয়ে যাচ্ছে দেখতে পেয়ে আমাদের সত্যই আনন্দ করা উচিত।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

মন্ডলীর উচিত জগতের সাথে সম্পূর্ণ জড়িত থাকা। এটি এমন এক মন্ডলী যা পৃথিবীতে পূর্ণ পরিচর্যায় নিয়োজিত। এটি এমন এক মন্ডলী যা পিতা ঈশ্বরের পরিকল্পনা ও খ্রীষ্টের উদ্দেশ্যকে পুরোপুরি কার্যকরী করে তুলেছে। পবিত্র আত্মা তাকে বসবাসের উপযোগী এক মন্দিরে পরিণত করছেন, আর এভাবে পৃথিবীতে ঈশ্বরের উদ্ধার পরিকল্পনা সম্পূর্ণতার পথে এগিয়ে যাচ্ছে।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

আমরা লক্ষ্য করেছি কিভাবে ঈশ্বর জগতের জন্য তাঁর উদ্ধারকারী পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে মন্ডলীকে মনোনীত করেছেন। আমরা এই পর্যায়ে আপনাকে মন্ডলীর ইতিহাসের তিনটি গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাব। মন্ডলীর ইতিহাসকে আপনি বিভিন্ন সময় ও কালের মধ্যে দিয়ে ঘটে যাওয়া জীবনময় সংঘাত ও বিজয় রুপে দেখতে পাবেন।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

পিতা ঈশ্বর প্রকৃত আরাধনাকারীর অন্বেষণ করছেন। আরাধনা করবার জন্য তিনি আহবান করেছেন। ঈশ্বরের প্রতি এটিই হল তার পরিচর্যা। মন্ডলীর তিন ধরনের পরিচর্যা রয়েছে-ঈশ্বরের প্রতি, নিজের প্রতি, এবং জগতের প্রতি। এই পাঠে আমরা ঈশ্বরের প্রতি আরাধনায়, সমর্পণে এবং সেবায় –মন্ডলীর পরিচর্যা লক্ষ্য করব।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা লক্ষ্য করব কিভাবে মন্ডলীকে তার নিজের পরিচর্যার জন্য সুসজ্জিত করা হয়েছে, যেন এই পৃথিবীর সর্বস্থানে উদ্ধারকাজ করবার জন্য সে প্রস্তুত হতে পারে।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আপনাকে পৃথিবীর সবচেয়ে বড় প্রয়োজনের দিকে চোখ মেলে তাকাতে সাহায্য করবে। আপনার আত্মিক দৃষ্টি বা লক্ষ্য ঈশ্বরের কাছ থেকে আসে। ঈশ্বরের লক্ষ্য হল জগতের পরিত্রাণ। ঈশ্বর যেভাবে লক্ষ্য করেন সেভাবে আপনি পৃথিবীকে দেখতে চেষ্টা করুন, এবং তার মত প্রেম ও সহানুভূতি হৃদয় নিয়ে এর জন্য এগিয়ে আসুন।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

ঈশ্বরের পরিকল্পনা ও কাজ একজন ব্যক্তি হিসাবে কিভাবে আপনার জীবন দ্বারা সম্পূর্ণ হয় তা দেখানোই এই পাঠটির উদ্দেশ্য। ঈশ্বরের পরিকল্পনার মধ্যে আপনাকে স্থান করে নিতে হবে। তিনি আপনাকে ব্যক্তিগতভাবে তাঁর উদ্ধারকারী পরিচর্যায় আপনি অংশগ্রহণ করতে পারেন। উদ্ধারপ্রাপ্ত লোক হিসাবে ঈশ্বরের পরিকল্পনায আপনি মূল চাবিকাঠি স্বরুপ।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা পরিচর্যার কাজ সম্পর্কে আলোচনা করতে চাই। পরিচর্যার কাজ হল সুসমাচার সম্প্রচার বা এর যোগাযোগ স্থাপন। এই যোগাযোগ তিনভাবে স্থাপিত হয়: প্রচারের মাধ্যমে, সাক্ষ্যদানের মাধ্যমে এবং সেবার মাধ্যমে। পাঠটি পড়বার সময় খ্রীষ্টের মন্ডলীর এই তিন ধরনের পরিচর্যায় আপনার অংশ কি, সে সম্পর্কে চিন্তা করুন।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা পরিচর্যার কতগুলি ফলের বিষয় লক্ষ্য করব । সবচেয়ে গৌরবময় ফল হল, যারা আমাদেরকে খ্রীষ্টের কাছে এনেছেন এবং আমরা যাদের খ্রীষ্টের কাছে এনেছি,আমরা সকলে স্বর্গে একত্রিত হব এবং প্রত্যেকেই সদাপ্রভুর আরাধনা করব।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon
দেখুন / তথ্য ডাউনলোড করুন icon
দেখুন / তথ্য ডাউনলোড করুন icon
দেখুন / তথ্য ডাউনলোড করুন icon
দেখুন / তথ্য ডাউনলোড করুন icon