রাজ্য, ক্ষমতা ও গৌরব

নতুন নিয়ম, নতুন সন্ধি বা চুক্তি যা কিনা ঈশ্বরের পুত্রের দ্বারা মানুষ হিসেবে যীশু খ্রীষ্ট্রের মাধ্যমে করা হয়েছিল, কোর্সের এই বিষয়টি লিখেছিলেন জিয়ান বাপতাইস সোয়াদাগো এবং মারসিয়া মাঙ্গার। নূতন নিয়মে জরিপ করে বাস্তবভাবে আমরা দেখতে পাই যে ক্ষমতার সাথে ঈশ্বর আজকের পৃথিবীর মন্ডলীর জন্য কথা বলেছেন,ঐতিহাসিক পটভুমিও তিনি নূতন নিয়মের মধ্যে প্রকাশ করেছেন। নূতন নিয়মের সম্পূর্ণ সত্য এবং এর সঠিক রিতী নিতী পরিস্কারভাবে এই পাঠের মধ্যে দিয়ে আপনাকে বুঝতে সাহায্য করবে। সেই সাথে এই পাঠ অন্যলোকদের কাছে ঈশ্বরের বাক্য তুলে ধরতে আপনার দক্ষতাকে বৃদ্ধি করবে।

দেখুন / সম্পূর্ণ কোর্স ডাউনলোড করুন icon দেখুন / পাঠের ভূমিকা ডাউনলোড করুন icon

এই পাঠটি আপনাকে পুরো বাইবেলের নূতন নিয়ম সম্বন্ধে জানতে সাহায্য করবে, এছাড়া ইতিহাসে যতদূর সম্ভব আপনি দেখতে পাবেন ঈশ্বর কিভাবে আমাদের সংঙ্গে সংঙ্গে ছিলেন।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠের দ্বারা আপনি নতুন নিয়মের প্রথম চারটি পটভূমি এবং পুরো বিষয়বস্তু সম্পর্কে হুবহু তারা যীশুর যে গল্প বলেছে এবং কিভাবে তারা এতটা পার্থক্য করেছেন তা শিখতে পারবেন। যীশু যেখানে বাস করতেন এবং যে সব জায়গায় তিনি শিক্ষা দিয়ে বেড়াতেন, সে সবও জানতে পারবেন।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে জেনেছেন যে, সুসমাচারগুলির প্রত্যেকটিতেই যীশু খ্রীষ্টের জীবনের ঘটনাবলীর বর্ণনা মথি, মার্ক ও লূকের সুসমাচারগুলির মধ্যে রয়েছে। তাছাড়া মথি ও মার্ক সুসমাচারের মধ্যে স্বতন্ত্রভাবে রয়েছে।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা লূকের সুসমাচারটি ভালমত পড়বো, লূকের সুসমাচারটি হল তৃতীয় সিনোপটিক্ সুসমাচার, যীশু যে শিষ্যকে বেশী ভালবাসতেন সেই শিষ্য যোহন ও সুসমাচার লিখে ছিলেন। যদি আমরা মনোযোগ সহকারে পড়ি তাহলে যীশু ও তাঁর প্রচার কাজ সর্ম্পকে আরো গভীর অন্তদৃষ্টি লাভ করবো, আপনি তাঁকে আরো ভালবাসতে ও তাঁর সেবা করতে আগ্রহী হয়ে উঠবেন।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

আপনি অবশ্য আবিষ্কার করতে পারবেন, যীশুর আদেশে জেরুশালেমে যখন শিষ্যরা যীশুর কথামত একসাথে জড় হয়েছিল তখন কি ঘটনা ঘটেছিল।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা যিরুশালেম সভার পরে পেৌলের দ্বিতীয় ও তৃতীয় প্রচার যাত্রাকালীন যে পত্রগুলি বিভিন্ন মন্ডলীতে লেখা হয়েছিল, চার্চে পত্রগুলির পটভূমি নিয়ে কথা বলতে পারি।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা পেৌলের বন্দীকালীন স্বরুপ জেনে থকবো্। পেৌল যখন রোমে কারাবন্দি ছিলেন, সে সময়ে তিনি এই পত্রগুলি লিখেছিলেন। ইতিহাসের এই বিশেষ পর্যায়ে মন্ডলীর অবস্থা কেমন ছিল, এ পত্রগুলির সাহায্যে তা যেমন জানা যায়, তেমিন পৌলের ব্যক্তিগত চরিত্রের অনেক কিছুই এসব পত্রে ব্যক্ত করা হয়েছে।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

আমরা পেৌলের আরো পাঁচটি পত্র পড়বো। রোমে পৌলের প্রথম বন্দিত্বের পরবর্তী কয়েক বৎসরের মধ্যে এ পত্রগুলি লেখা হয়েছিল।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আমরা পৌলের মৃত্যুর পরবর্তী বৎসর গুলিতে লেখা বিভিন্ন পত্রগুলি সম্পর্কে পড়বো। নতুন মন্ডলার পক্ষে, বিভিন্ন কারণে, এ বৎসরগুলি ছিল বেশ কঠিন। কিন্তু ঈশ্বর তাঁর আত্মার সাহায্যে মন্ডলীতে জ্ঞান ও পরিচালনা প্রদান করেন।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

আপনি অবশ্য জানতে পারবেন, কিভাবে নতুন নিয়ম বইটি গড়ে উঠেছিল। এটা যে নির্ভুলভাবে আমাদের কাছে এসেছে, তার যে সব প্রমাণ আছে। নতুন নিয়মের উপর সম্পূর্ণ আস্থা আনতে কিম্বা নির্ভর করতে আপনার জেনে নেওয়া সেই সাথে প্রভুর সেবার জন্য এবং তাঁর জন্য জীবন-যাপনে আপনাকে সহায়তা করবে।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon
দেখুন / তথ্য ডাউনলোড করুন icon
দেখুন / তথ্য ডাউনলোড করুন icon
দেখুন / তথ্য ডাউনলোড করুন icon
দেখুন / তথ্য ডাউনলোড করুন icon