ঈশ্বরের পরিকল্পনা- আপনার পছন্দ

আপনার জীবনের জন্য ঈশ্বরের একটি পরিকল্পনা রয়েছে, কিন্তু তিনি আপনাকে সুযোগ দেন, আপনি তাঁর পরিকল্পনা অনুসরণ করেন কি করেন না। লোয়েল হারাপ লিখিত ১৫৫ পৃষ্ঠার এই কোর্সে, আপনার জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনার এবং যদি আপনি তার পরিকল্পনা অনুসরণ করেন তাহলে কি কি উপায়ে তিনি আপনাকে সাহায্য করবেন সে বিষয়ে আরও ভালভাবে জানতে পারবেন। ঈশ্বরের পরিকল্পনা এবং আমাদের পছন্দ সম্পর্কে ধারণা থাকলে, একজন মানুষ যখন কোন সিদ্বান্তের মুখোমুখি হয় তখন তার জন্য সুবিধা হয়। কারণ প্রতিদিন মানুষকে বিভিন্ন সিদ্বান্ত নিতে হয়।

দেখুন / সম্পূর্ণ কোর্স ডাউনলোড করুন icon দেখুন / পাঠের ভূমিকা ডাউনলোড করুন icon


মিশরে পিরামিড নামে অনেক বড় বড় স্থাপত্য কীর্তি আছে। যেসব পাথর দিয়ে এগুলো তৈরি হয়েছে সেগুলো একটি আরেকটির সাথে এত ভালভাবে মিলে যেত যে লাগানোর জন্য ধরা লাগত না। সেগুলো কি দৈব শক্তি দ্বারা তৈরি হয়েছিল?
চিন্তা করুন হাজার হাজার মানুষ সাথে বড় বড় পাথরের টুকরা! এগুলো কি কোন পরিকল্পনা ছাড়াই তৈরি হয়েছে? এই পাঠে আমরা ঈশ্বরের পরিকল্পনা সম্পর্কে জানব। বড় বিষয় হচ্ছে, আপনি জানতে পারবেন যে আপনার জীবনের জন্য ঈশ্বরের একটি পরিকল্পনা রয়েছে।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

সম্ভবত আপনি ঈশ্বরের সাথে আপনার সম্পর্কের কথা চিন্তা করে বিস্মিত হচ্ছেন। এই পাঠে আমরা দেখব কেন ঈশ্বর আমাদের সাথে কথা বলতে চান। এছাড়াও ঈশ্বরের বিভিন্ন প্রতিজ্ঞা এবং তার পরিকল্পনা বাস্তবায়নের করতে আপনাকে পরিচালিত করার জন্য তিনি যে পূর্বপ্রস্তুতি নিয়ে রেখেছেন সে সব বিষয় জানব।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

মাঝে মাঝে যখন আমরা ঈশ্বরের পরিকল্পনা বুঝতে চেষ্টা করি, আমরা মনে করি তার পরিকল্পনা অনেক বড়। এই পাঠে আমরা দেখব, আমাদের জীবনের জন্য তিনি যে উদ্দেশ্য রেখেছেন, আমরা যখন তা পূরণ করার চেষ্টা করি, তখন তিনি আমাদের জন্য কি করেন।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

মাঝে মাঝে ঈশ্বরের ইচ্ছাকে খুব আনন্দায়ক মনে হয় আবার মাঝে মাঝে খুব কঠিন মনে হয়। অব্রাহামও এরকম একটি কঠিন সময় অতিবাহিত করেছিলেন। ঈশ্বর হয়তো আপনার বিশ্বাস পরীক্ষা করার জন্যও এরকম পরিস্থিতি তৈরি করতে পারেন। এই পাঠে আমরা দেখব, আমাদের বিভিন্ন পরিস্থিতি ঈশ্বরের পরিকল্পনার সাথে সম্পর্কিত। এই পাঠ অধ্যয়নের সময় আপনি বুঝতে পারবেন ঈশ্বর আপনার জীবনে তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি কি ভাবে বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করতে পারেন।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

হয়তো আপনি নিজেকে প্রশ্ন করেছেন, “ আমার নিজের সম্পর্কে সত্য কি? বাইবেল যা বলে আমি কি তাই, না আমি নিজে যা অনুভব করি আমি তাই?” এমনকি যখন আমরা বাইবেল পড়ি তখনও আমাদের বুঝতে কষ্ট হয় আমরা কি? এই পাঠে আমরা তুলনা করব বাইবেল আমাদের সম্পর্কে কি বলে আর আমরা নিজেরা আমাদের সম্পর্কে কি মনে করি। আমরা দেখব ঈশ্বর কোন বিষয়কে গুরুত্বপূর্ণ মনে করেন। এরপর আমরা দেখব, ঈশ্বর যেমন চান কিভাবে আমরা সেরকম হতে পারি।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

এই পাঠে আপনি জানতে পারবেন কিভাবে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেন ।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

শিক্ষানবীশ মহা প্রতিজ্ঞা দেখিয়েছিলেন। যা এই শিক্ষানবীশকে বিশিষ্ট বানিয়েছিল তা হল তার কাজে নিজের সমস্ত শক্তি ব্যবহার করার দক্ষতা। এই বর্ণনায় কি প্রকাশ পায় যীশু একটি শিশুর মত ছিলেন? আমরা জানি: তার শৈশবকাল সত্য ছিল। ঈশ্বরের পুত্র হিসেবে খ্রীষ্ট অসীমের পরিকল্পনা জানতেন। কিন্তু মানুষ হিসেবে তিনি, প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের সাথে যোগাযোগ রেখেছেন এবং শিক্ষা গ্রহণ করেছেন।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon

মানুষের সব সময় ভবিষ্যত জানতে চাওয়ার কারণ কি? এটি কি ভুল? এই পাঠে আপনি জানতে পারবেন কিভাবে ঈশ্বর আপনাকে ভবিষ্যত সম্পর্কে জানতে সাহায্য করেন এবং এ সম্পর্কে তিনি কি প্রকাশ করেছেন। এই পাঠে আপনি জানতে পারবেন ভবিষ্যতের জন্য ঈশ্বরের পরিকল্পনা কি, কেন ঈশ্বরের প্রকাশ সীমাবদ্ধ, এবং বর্তমানর জন্য ঈশ্বরের পরিকল্পনা কি।

দেখুন / উল্লেখিত পাঠ ডাউনলোড করুন icon